নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাস, বিমানের জ্বালানির দাম কমল, স্বস্তিতে মধ্যবিত্ত
- FB
- TW
- Linkdin
ইংরাজি নতুন বছরের প্রথম দিনই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কমে গেল
২০২৫ সালের প্রথম দিনই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম কিছুটা কমে গেল। ফলে হোটেল-রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা খুশি।
দেশের সব রাজ্যেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেশ কিছুটা কমে গিয়েছে
দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের প্রতি সিলিন্ডারে ১৪.৫০ টাকা কমে গিয়েছে। দেশের কয়েকটি রাজ্যে দাম আরও কমে গিয়েছে।
কলকাতায় প্রতি ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬ টাকা করে
গত মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৯২৭ টাকা করে। তা এখন ১৬ টাকা করে কমে হয়েছে ১,৯১১ টাকা।
দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়েও বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমে গিয়েছে
মুম্বইয়ে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে ১৫ টাকা করে কমানো হয়েছে। গত মাসে দাম ছিল ১,৭৭১ টাকা। এখন দাম হয়েছে ১,৭৫৬ টাকা।
দেশের অন্যতম প্রধান মেট্রোপলিটন শহর চেন্নাইয়েও ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমেছে
চেন্নাইয়ে ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ১৪.৫০ টাকা করে কমেছে। গত মাসে প্রতি সিলিন্ডারের দাম ছিল ১,৯৮০.৫০ টাকা। এখন তা কমে হয়েছে ১,৯৬৬ টাকা।
বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অবশ্য কমানোর কথা ঘোষণা হয়নি
সাধারণ যে রান্নার গ্যাসে বাড়িতে রান্না করা হয়, সেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর কথা ঘোষণা করা হয়নি।
ইংরাজি নতুন বছরের প্রথম দিনই ভারতে বিমানের জ্বালানির দাম কিছুটা কমানো হয়েছে
বিমানের জ্বালানির দামের উপর উড়ানের ভাড়া নির্ভর করে। এক্ষেত্রে নতুন বছরের প্রথম দিনই স্বস্তি পাওয়া গেল।
ভারতে বিমানের জ্বালানির দাম ১.৫ শতাংশ কমে গেল, বুধবার থেকেই কার্যকর
ভারতে রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থাগুলি বিমানের জ্বালানির দাম ১.৫ শতাংশ কমানোর কথা ঘোষণা করেছে।
নতুন বছরের শুরুতে দিল্লিতে বিমানের জ্বালানির দাম একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে
বুধবার থেকে দিল্লিতে বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ৯১,৮৫৬.৮৪ টাকা থেকে ১,৪০১.৩৭ টাকা কমে হয়েছে ৯০,৪৫৫.৪৭ টাকা।
কলকাতায় নতুন বছরের প্রথম দিন থেকে বিমানের জ্বালানির নতুন দাম কত হল দেখে নিন
কলকাতায় গত মাসে বিমানের জ্বালানির দাম প্রতি কিলোলিটারে ছিল ৯৪,৫৫১.৬৩ টাকা। তা এবার ১,৪৯১.৮৪ টাকা কমে হল ৯৩,০৫৯.৭৯ টাকা।