সংক্ষিপ্ত

ভারতে শিক্ষাক্ষেত্রে উন্নতি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মানোন্নয়নের ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত। এই শংসাপত্র দিচ্ছেন কিউ এস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস প্রেসিডেন্ট নুনজিও কুয়াকুয়ারেল্লি।

শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য ভারতের বিশেষ প্রশংসা করলেন কিউ এস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস প্রেসিডেন্ট নুনজিও কুয়াকুয়ারেল্লি। তিনি জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে চমকপ্রদ উন্নতি করেছে ভারত। জি-২০ গোষ্ঠীতে যে দেশগুলি রয়েছে, তাদের মধ্যে ভারতই শিক্ষাক্ষেত্রে সবচেয়ে উন্নতি করতে পেরেছে বলেও জানিয়েছেন কুয়াকুয়ারেল্লি। ১০ এপ্রিল কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস প্রকাশিত হয়েছে। সেখানে ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার প্রশংসা করা হয়েছে। সে কথাই উল্লেখ করেছেন কুয়াকুয়ারেল্লি। তিনি জানিয়েছেন, ভারত বছরে গড়ে ১৪ শতাংশ উন্নতি করেছে। জি-২০ দেশগুলিতে যত বিশ্ববিদ্যালয় আছে, সেগুলির মধ্যে উপরের দিকে আছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির এই উন্নতি চমকপ্রদ।

গবেষণার ক্ষেত্রেও উন্নতি ভারতের

কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে বলা হয়েছে, ‘পড়াশোনার মান বৃদ্ধির পাশাপাশি ভারতে গবেষণার ক্ষেত্রেও দ্রুত উন্নতি হচ্ছে। সারা বিশ্বে যে দেশগুলিতে গবেষণা কেন্দ্রের বিস্তার হচ্ছেে, তার মধ্যে অন্যতম ভারত। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতে গবেষণা ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গবেষকের সংখ্যার বিচারে সারা বিশ্বে ভারতের স্থান চতুর্থ। এই চমকপ্রদ সাফল্য অর্জনের পিছনে রয়েছে ২০২০ সালে গৃহীত জাতীয় শিক্ষানীতির মতো পদক্ষেপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির জন্যই উন্নতি করতে পেরেছে ভারত।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কুয়াকুয়ারেল্লির

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন কিউ এস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেছেন, ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিপ্লব এনে দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী। জাতীয় শিক্ষা নীতিতে প্রধানমন্ত্রীর উচ্চাশা প্রতিফলিত হয়েছে। কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে ৯৬টি দেশের ১,৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হয়েছে। ৫৫টি বিষয় এবং ৫টি শিক্ষাদানের কথা উল্লেখ করা হয়েছে। ৫৫টি বিষয়ের মধ্যে ৪৪টি বিষয়ে ভালো ফল করেছে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি। কম্পিউটার সায়েন্স, রসায়ন, জীববিজ্ঞান, বাণিজ্য, পদার্থবিজ্ঞানে ভারতীয় পড়ুয়াদের ফল উল্লেখযোগ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Global Technology Summit 2023 | স্বাস্থ্য থেকে শিক্ষা, ভারতে দারুণ উপকারী হবে কৃত্রিম বুদ্ধিমত্তা: জানালেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর

No MPhil: এমফিল নিয়ে বিশ্ববিদ্যালয় আর পড়ুয়াদের চরম সতর্ক করল UGC, প্রয়োজন নেই বলে জানিয়ে দিল

Kashmir University: ২০তম সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হল কাশ্মীর বিশ্ববিদ্যালয়, প্রধান অতিথির আসনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু