সংক্ষিপ্ত

RBI ব্যক্তিগত ঋণের নিয়ম কঠোর করেছে, ঋণগ্রহীতাদের অ্যাকাউন্টের প্রতিবেদন প্রতি ১৫ দিনে ক্রেডিট ব্যুরোতে জমা দিতে হবে। একাধিক ঋণ নেওয়া কঠিন হবে এবং ব্যবহারবিহীন অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

নতুন বছরে একের পর এক নিয়ম বদল করছে RBI ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যক্তিগত ঋণের নিয়ম পরিবর্তন করেছে এবং সেগুলোকে আগের চেয়ে কঠোর করেছে। ফলে একাধিক ব্যক্তিগত ঋণ নেওয়া হবে কঠিন, প্রকাশ্যে RBI-র নয়া নিয়ম।

এবার থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঋণ নেওয়ার প্রসঙ্গে নয়া নিয়ম জারি করল। ১ জানুয়ারি থেকে কার্যকরী হবে এই নতুন নিয়ম। এই নিয়ে প্রকাশ্যে এল একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, ঋণদাতা প্রতিষ্ঠানগুলোে এখন প্রতি ১৫ দিনে ঋণগ্রহীতাদের অ্যাকউন্টের প্রতিবেদন ক্রেডিট ব্যুরোতে জমা দিতে হবে। আগে এটি প্রতি মাসে জমা দেওয়া হত। এর ফলে ঋণগ্রহীতাদের ঋণ পাওয়া কঠিন হবে। কারণ তাদের সকল তথ্য বারে বারে খতিয়ে দেখা হবে। একাধিক ধাপ যাচাই করার পরই মিলবে ঋণ। একই সঙ্গে একাধিক ঋণ নেওয়ার সম্ভাবনা হ্রাস করবে।

ঋণ নেওয়া বন্ধ করাও এর উদ্দেশ্য। পূর্বে ঋণগ্রহীকদের ক্রেডিট রেকর্ড প্রতি মাসে জমা দিতে হবে। এর ফলে ঋণগ্রহীতাদের ঋণ নেওয়ার প্রবণতা কমবে বলে মনে করছে আরবিআই। ১ জানুয়ারি থেকে লাগু হচ্ছে এই নিয়ম।

তেমনই ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আরবিআই এনেছে পরিবর্তন। তেমনই নেট ছাড়া ১০ হাজার টাকা পাঠানো যাবে অনলাইনে। এবার বেড়েছে ইউপিআই-র সীমা। আগে এই সংখ্যা ছিল ৫ হাজার। বর্তমানে তা হয়েছে ১০ হাজার। এই পরিবর্তন এনেছে আরবিআই। তেমনই নতুন বছরে ব্যাঙ্ক খোলা ও বন্ধের নিয়মে পরিবর্তন এনেছে আরবিআই। নয়া নিয়ম অনুসারে সপ্তাহে ৫ দিন খোলা হচ্ছে ব্যাঙ্ক। এভাবে বদল হচ্ছে একাধিক নিয়মে। এবার ব্যাঙ্কের একাধিক নিয়ম বদল করতে চলেছে আরবিআই।

তেমনই

টানা ২ বছর ধরে বন্ধ রয়েছে যে সকল অ্যাকাউন্ট তা বন্ধ করে দেওয়া হবে। ২ বছর কোনও অ্যাকাউন্টে যদি কোনও লেনদেন না হয় তাহলে তা নতুন বছরে বন্ধ হয়ে যাবে। এই সকল অ্যাখাইন্ট হ্যাকারদের কাছে টার্গেট হয়ে থাকে। তাই এগুলো বন্ধ করতে হবে।

১২ মাস অর্থাৎ ১ বছর ধরে কোনও লেনদেন না হয় সেক্ষেত্রে সেই সকল অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে। অনেক সময় ডিরো ব্যালেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে অনেকেই অ্যাকাউন্ট খুলে রাখেন তবে তা ব্যবহার করেন না ঠিক করে। কখনওই টাকা লেনদেন করেন না। এই সকল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত নিল আরবিআই। এই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। কারণ এগুলো থেকে হ্যাকিং-র সমস্যা বাড়ছে।

নতুন বছরে একাধিক সিদ্ধান্ত নিল আরবিআই। নতুন বছরে একাধিক পদক্ষেপ নিল আরবিআই। তেমনই শেষ ঋণ নেওয়া নিয়ে পদক্ষেপ নিল। একাধিক ব্যক্তিগত ঋণ নেওয়া হবে কঠিন এই নতুন সিদ্ধান্তের দরুন। প্রকাশ্যে RBI-র নয়া নির্দেশিকা। জানুয়ারি থেকে লাগু হচ্ছে নিয়ম। এবার থেকে আর সহজে মিলবে না ঋণ। ঋণ নিতে গেলে একাধিক ধাপ অতিক্রম করতে হবে। যার ফলে বাত পড়তে পারে আপনার আবেদন। তাই ঋণ নেওয়ার আগে বিস্তারিত জেনে নিন। শুধু লোন নেওয়ার ক্ষেত্রে নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও বিস্তর পরিবর্তন আসছে।