Amarnath Yatra 2025: শুরু অমরনাথ যাত্রা, কীভাবে নাম নথিভুক্ত করবেন? জানুন এক ক্লিকে
Amarnath Yatra 2025: অমরনাথ যেতে ইচ্ছুক? কিন্তু কীভাবে যাবেন বুঝতে পারছেন না! প্রতিবছরের মতন এবছরও শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের কাজ। কীভাবে আবেদন করবেন? জানতে সম্পূর্ণ ফটো গ্যালারী দেখুন…
- FB
- TW
- Linkdin
)
শুরু অমরনাথ যাত্রা
প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করেই প্রতিবছরের মতোন এবছরও শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। নানারকম প্রতিকূল পরিবেশকে সঙ্গী করেই প্রতি বছর অমরনাথ ধামে যাত্রা করেন পুণ্যার্থীরা।
১৪ এপ্রিল থেকে শুরু রেজিস্ট্রেশনের কাজ
অমরনাথ তীর্থ বোর্ড সূত্রে জানা গিয়েছে, ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশনের কাজ।
কবে থেকে শুরু অমরনাথ যাত্রা
অমরনাথ তীর্থ বোর্ড সূত্রে জানা গিয়েছে, আগামী ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হতে পারে, যা চলবে ৯ অগাস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত এই বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর দেশ বিদেশের প্রচুর ভক্তের ঢল নামে।
বাধ্যতামূলক নাম নথিভুক্তকরণ
জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় পূ্ণ্যার্থীদের অনলাইনে নাম নথিবদ্ধ করা বাধ্যতামূলক। এরজন্য ১৪ এপ্রিল সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনের কাজ।
এবছর কত তীর্থযাত্রীকে অমরনাথ যাত্রার অনুমতি?
অমরনাথ তীর্থ বোর্ড সূত্রে জানা গিয়েছে, এবছর অমরনাথ যাত্রায় মোট ১৫ হাজার পূ্ণ্যার্থীর নাম নথিভুক্ত করা হবে।
কীভাবে করবেন অনলাইনে আবেদন?
আপনার গুগল ব্রাউজারে গিয়ে SASB পোর্টালে প্রবেশ করুন। হোম পেজের ‘অনলাইন সার্ভিস’ ট্যাবে ক্লিক করুন। ‘যাত্রা পার্মিট রেজিস্ট্রেশন’ সিলেক্ট করুন। যাত্রার ‘গাইডলাইন’ পড়ে নিয়ে ‘আই এগ্রি’তে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন ফি কত?
এরপর একদম শেষে ‘রেজিস্টার’-এ ক্লিক করুন। সঙ্গে আপলোড করতে হবে নাম ঠিকানা-সহ যাবতীয় ব্যক্তিগত তথ্য। যাত্রার তারিখ, আধার নম্বর, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ ফটো, স্বাস্থ্য পরীক্ষার শংসপত্র জমা দিতে হবে। মোবাইল নম্বর যাচাই করতে ওটিপি আসবে পুণ্যার্থীর কাছে। যাত্রার অনুমোদন মিললে ঘণ্টা দুয়েকের মধ্যে পেমেন্টের লিঙ্ক আসবে। ২২০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এরপরই আপনি পারবেন রেজিস্ট্রেশন পারমিট ডাউনলোড করতে।