amartya lahiri | Published : Jan 26 2021, 08:09 AM IST / Updated: Jan 26 2021, 07:05 PM IST
Tractor Rally Live- দিল্লি পুলিশের সঙ্গে অমিত শাহর বৈঠক শেষ, নামতে পারে আধা সেনা
Tractor Rally Live- দিল্লি পুলিশের সঙ্গে অমিত শাহর বৈঠক শেষ, নামতে পারে আধা সেনা
সংক্ষিপ্ত
৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য প্রস্তুত নয়াদিল্লি। তবে রাজপথে যখন হবে কুচকাওয়াজ, দিল্লির অন্যত্র চলবে প্রতিবাদী কৃষকদের ট্র্যাক্টর মিছিল। তার সঙ্গে রয়েছে কোভিড মহামারি। কাজেই এই বছরের প্রজাতন্ত্র দিবসের উদযাপন অন্যান্যবারের তুলনায় অনেকটাই আলাদা হতে চলেছে। মোটরসাইকেল আরোহীদের স্টান্টের মতো পরিচিত বেশ কিছু বিষয় যেমন কাটছাঁট করা হয়েছে, তেমনই দর্শক সংখ্যাও লক্ষাধিক থেক কমিয়ে বেঁধে দেওয়া হয়েছে ২৫,০০০-এ। সেইসঙ্গে কুচকাওয়াজে থাকবে না কোনও শিশুও। সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, তার জন্য কুচকাোয়াজে অংশগ্রহণকারী বাহিনীর সংখ্য়াও ১৪৪ থেকে কমিয়ে ৯৬ করা হয়েছে।
Share this Liveblog
FB
TW
Linkdin
Email
07:02 PM (IST) Jan 26
আজকের হিংসা খুবই দুঃখজনক, বললেন শরদ পাওয়ার
যে পদ্ধতিতে আন্দোলনকে পরিচালিত করা হয়েছে তা খুবই দুঃখজনক, বললেন শরদ পাওয়ার, তিনি জানিয়েছেন, 'কৃষকদের জন্য আমরা বিরোধী দল আন্দোলনকে সমর্থন করেছিলাম এখন কৃষকদের কাছে আমার অনুরোধ তারা এবার যেন নিজ নিজ গ্রামে ফিরে যায়, সরকার যেন তাদের দায়ী করতে না পারে সেটা এবার দেখতে হবে'
06:57 PM (IST) Jan 26
সন্ধ্যার পরে লালকেল্লার সামনের চত্বর
06:55 PM (IST) Jan 26
হরিয়ানায় জারি হাইঅ্যালার্ট
06:54 PM (IST) Jan 26
হিংসা ছড়ানোর জন্য অনুমোদিত রুটে মিছিল করেনি কৃষকরা, দাবি পুলিশের