সংক্ষিপ্ত

 

  • তিরুচিরাপল্লিতে পরিত্যক্ত কুয়োতে আটকে সুজিত
  • এখনও ১২ ঘণ্টা সময় লাগবে
  • স্থিতিশীল অবস্থায় রয়েছে শিশুটি
  • শুক্রবার বিকেলে কুয়োতে পড়ে যায় শিশুটি

দীপাবলি কেটেছে উৎকন্ঠার মধ্যে দিয়ে। এখনও তামিলনাড়ুর তিরুচিরাপল্লিতে পরিত্যক্ত কুয়োতে পড়ে যাওয়া বছর দুইয়ের সুজিত উইলসনকে  উদ্ধার করে আনা সম্ভব হয়নি। শিশুটিকে উদ্ধার করতে আরও ১২ ঘণ্টা সময় লাগবে বলে দাবি করছে প্রশাসন। তবে বর্তমানে শিশুটি কুয়োতে স্থিতিশীল অবস্থাতেই রয়েছে বলে জানানো হয়েছে।

গত শুক্রবার বিকেলে খেলতে খেলতে পরিত্যক্ত ওই কুয়োতে পড়ে যায় বছর দুইয়ের সুজিত।  সেদিন রাত থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। যোগ দিয়েছে এনডিআরএফের দলও। 

কুয়োটি সরু হওয়ায় সুজিতকে খাবার ও জল পাঠানো সম্ভব হয়নি। তবে ক্রমাগত অক্সিজেন পাঠানো হচ্ছে। মনে করা হচ্ছে শিশুটি জ্ঞান হারিয়ে ফেলেছে। 

সুজিতকে উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরমধ্যেই শিশুটির জন্য প্রার্থনা করে ট্যুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুজিতকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা তথা রাজনীতিবিদ কমল হাসানও। চাপে পড়ে বিষয়টির তত্ত্ববধান শুরু করেছেন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী।