সংক্ষিপ্ত

স্থানীয় পুলিশ সূত্রের খবর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন শেহনাজ গিলের বাবা। রাস্তাতে একটি ধাবায় তিনি গাড়ি থেকে নেমেছিলেন। সেই সময় মোটরবাইকে সওয়ার দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্তোক সিং সুখকে লক্ষ্য করে গুলি চালায়। 

একটি বড় দুষ্কৃতী হামলার সাক্ষী থাকল ভোটমুখী পঞ্জাব (Punjab)। বিগবস সিজেন ১৩ খ্যাত শেহনাজ গিলের (Shehnaaz Gill) বাবা সন্তোক সিং সুখের (Santok Singh Suk) ওপর বড়দিনে (২৫ ডিসেম্বর) এক দল দুষ্কৃতী হামলা চালায়। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্তোক সিং সুখকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। 

স্থানীয় পুলিশ সূত্রের খবর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন শেহনাজ গিলের বাবা। রাস্তাতে একটি ধাবায় তিনি গাড়ি থেকে নেমেছিলেন। সেই সময় মোটরবাইকে সওয়ার দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সন্তোক সিং সুখকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। সেই সময় সন্তোক সিং-এর নিরাপত্তাক্ষরা এগিয়ে আসে । কিন্তু বাইকআরোহীদের রুখতে তারা ব্যর্থ হয়। দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইক নিয়ে চম্পট দেয়। 

এই ঘটনার পরই সন্তোষ সিং স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছিলেন। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। তবে এখনও দুষ্কৃতীদের সম্পর্কে কোনও নির্দিষ্ট সূত্রের সন্ধান পায়নি পুলিশ। পুলিশ জানিয়েছেন তদন্তে নেমে ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু খালি বুলেট পেয়েছে।

শেহনাজ গিল হলেন প্রয়াত টেলি অভিনেতা সিদ্ধার্থ শুক্লার বান্ধবী। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নেই। বর্তমানে তিনি কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। সম্প্রতি একটি আন্তর্জাতিত শো-এর কাজ কাজ করে নিয়ে যথেষ্ট নজর কেড়েছেন। সম্প্রতি তিনি তাঁর ম্যানেজারের এনগেজমেন্ট পার্টিতে অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানের কিছু ছবিতে তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। 

ভোটমুখী পঞ্জাবে ক্রমশই আইন বিরুদ্ধে কাজ বাড়ছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার পঞ্জাবের লুধিয়ানা জেলা আদালত কমপ্লেক্সের দুতলার ওয়াশরুমের কাছে একটি বোমা বিস্ফোরণ হয়। সেখানে নিহত হয় একজন। আহতের সংখ্যা ছিল ৬। প্রাথমিক তদন্তের পুলিশের অনুমান, নিহত ব্যক্তি বিস্ফোরণের সঙ্গে যুক্ত ছিল। সেই ব্যক্তি বিস্ফোরণের সামগ্রী সরবরাহ করছিল।  নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগেই কোনও কারণে বিস্ফোরণ হয়। তাতেই মৃত্যু হয় গগনদীপের। পুলিশের প্রাথমিক অনুমান এটি ছিল আইইডি বিস্ফোরণ। 

এই বিস্ফোরণের পর শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অডয় ভাল্লা দেশের নিরাপত্তা নিয়ে একটি বৈঠকও করেন। ইন্টেলিজেন্স ব্যুরের ডিরেক্টর অরবিন্দ কুমার, সেন্ট্রাল রিজার্ভ পুলবিশ ফোর্স, জাতীয় তদন্ত সংস্থা প্রধানরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়াও বিএসএর এর ডিরেক্টর জেনারেল পঙ্কজ সিং হোমে ছিলেন বৈঠকে। প্রায় এক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। খতিয়ে দেখা হয় সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তার পরিস্থিতি।