সংক্ষিপ্ত

তুরস্ক-সিরিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে যখন সাড়া বিশ্ব তোলপাড়, তখনই ২০২২ থেকে বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে ভারতের মাটি। 

সপ্তাহের শুরুতেই উত্তর ভারতে বিপদের আভাস। সোমবার ভোরবেলা ভূমিকম্পে নড়ে উঠল সিকিমের মাটি। সপ্তাহের শুরুর দিনেই ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ সিকিমের ইউকসাম শহরে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলের পাঠ অনুযায়ী আজকের কম্পনের মাত্রা ছিল ৪.৩।

ভারতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, সিকিমে ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিম দিকে মাটির গভীরে ভূমিকম্প হয়। এর জেরে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহর পর্যটকদের কাছেও বেশ আকর্ষণীয় জায়গা। এই শহরেই সোমবার ভোরবেলা ভূকম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা খুব বেশি না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই প্রশাসনের তরফে মনে করা হচ্ছে।

এর আগে রবিবার বিকেলে মৃদু ভূকম্পন হয়েছিল অসমে। ১২ ফেব্রুয়ারি অসমের নওগাঁও এলাকায় বিকেল ৪টে ১৮ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪।

 

 

আরও পড়ুন-

চড়চড় করে বেড়েই চলেছে কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গে আপাতত ঊর্ধ্বমুখীই থাকবে পারদ
‘নটী বিনোদিনী’-র সাজে কেমন লাগছে রুক্মিণী মৈত্রকে? প্রথম লুকেই তাক লাগালেন তন্বী

ভ্যালেন্টাইনস ডে-তে গরুর যদি জড়াজড়ি করতে ভালো না লাগে? গরু-প্রেমীদের উদ্দেশ্যে চন্দ্রিল ভট্টাচার্যের প্রশ্ন