সংক্ষিপ্ত
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমান ব্যবস্থা করা হচ্ছে না। ইউক্রেনে সম্ভাব্য় যুদ্ধ পরিস্থিতির মধ্য়ে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর ইস্যুতে ফের বক্তব্য বদলাল কেন্দ্রীয় সরকার।
ইউক্রেনে( Ukraine) আটকে পড়া ভারতীয়দের বিশেষ বিমান ( Special Flights) ব্যবস্থা করা হচ্ছে না। ইউক্রেনে সম্ভাব্য় যুদ্ধ পরিস্থিতির মধ্য়ে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর ইস্যুতে ফের বক্তব্য বদলাল কেন্দ্রীয় সরকার।তিনদিনের মধ্যে এই নিয়ে তিনবার বক্তব্য বদলাল কেন্দ্রীয় সরকার। তবে ইউক্রেন থেকে দেশে ফেরার যে সীমিত সংখ্যক উড়ান চালু রয়েছে, সেগুলিতে কোভিড পরিস্থিতিতে যাত্রী সংখ্যা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Ministry of Foreign affairs )।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। তাই বিশেষ কোনও বিমানের ব্যবস্থা করা হয়নি। তিনদিনের মধ্যে এই নিয়ে তিনবার বক্তব্য বদলাল কেন্দ্রীয় সরকার। তবে ইউক্রেন থেকে দেশে ফেরার যে সীমিত সংখ্যক উড়ান চালু রয়েছে, সেগুলিতে কোভিড পরিস্থিতিতে যাত্রী সংখ্যা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অরিন্দম বাগচি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, ভারতীয় পরিচালকদের ভারত-ইউক্রেন চার্টার্ড ফ্লাইট পরিচালনা করতে উৎসাহিত করা হচ্ছে। বুধবার ইউক্রেনের ভারতীয় দূতাবাস জানিয়েছিল, সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে সেদেশে আটকে পড়া ভারতীয়দের আতঙ্কিত হয়ে পড়ার কোনও কারণ নেই। তাঁদের দেশে ফেরাতে আরও বিমান পাঠানো হচ্ছে। ইউক্রেনের ভারতীয় দূতাবাস টুইট করে জানিয়েছে যে, বিমানের টিকিটের অপ্রতুলতার বিষয়ে ভারত সরকার অবহিত। তবে সেটা নিয়ে কোনও আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। শীঘ্রই উড়ানের বন্দোবস্ত করা হচ্ছে।
বর্তমানে ইক্রেনিয়ান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, এয়ার আরবিয়া, ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ ইত্যাদি উড়ান পরিষেবা সংস্থা ইউক্রেনের ফ্লাইট পরিচালনা করছে। ভারতীয় দূতাবাস বলছে, শীঘ্রই এয়ার ইন্ডিয়া-সহ আরও কয়েকটি বিমান সংস্থা ওই তালিকায় সামিল হবে। যদিও বৃহস্পতিবার মোদী সরকারের বিদেশমন্ত্রক সেই আশ্বাসবার্তা ফের ছেদ ঘটাল।প্রসঙ্গত, ইউক্রেন-রাশিয়া সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যুদ্ধের আশঙ্কায় উদ্বিগ্ন সারা বিশ্ব। মঙ্গলবার ভারতীয় নাগরিকদের ইউক্রেন ছাড়ার উপদেশ দেওয়া হয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র , ব্রিটেন এবং অস্ট্রেলিয়াও তাঁদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছিল। আমেরিকা মনে করছে এক-দুদিনের মধ্য়েই ইউক্রেনে হতে পারে রুশ হামলা। ইউক্রেনের সীমান্ত জুড়ে এখনও টহল দিচ্ছে রাশিয়ান সেনা। অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাঁকিয়ে রয়েছে ইউক্রেন। এই অবস্থায় নিজেদের জীবন যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে স্থানীয় বাসিন্দারা।