সংক্ষিপ্ত

কুমার বিশ্বাস আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পঞ্জাবের খালিস্তানিদের সমর্থক হিসেবে দাঁড় করিয়েছেন।

পঞ্জাব বিধানসভা নির্বাচনের (Punjab Election 2022) মাত্র তিন দিন আগেই নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। আম আদমি পার্টির প্রাক্তন নেতা কুমার বিশ্বাসের (Former AAP Leader Kumar Vishwas) মন্তব্য সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন নির্বাচন কমিশন (Election Commission)। কমিশনের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কুমার বিশ্বাসের সেই মন্তব্য কোনও রাজনৈতিন দল সম্প্রচার করতে পারবে না। 

কুমার বিশ্বাসের মন্তব্য-
কুমার বিশ্বাস আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পঞ্জাবের খালিস্তানিদের সমর্থক হিসেবে দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন কেজরিওয়াল খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের একজন সমর্থক। 

মন্তব্যে নিষেধাজ্ঞার কারণ-
নির্বাচন কমিশনে জানিয়েছেন কুমার বিশ্বাসের এই মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে। তাই এই মন্তব্য সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

ভিডিও ক্লিপং- ভিডিও ক্লিপিং যেখানে কুমার বিশ্বাস কেজরিওয়ালকে খালিস্তানিদের সমর্থক বলেছেন সেটি ১৭ ফেব্রুয়ারির। সেই ভিডিওটি ভোটের পঞ্জাবে সমস্ত রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। পাশাপাশি নিশানা করেছে আম আদমি পার্টিকে। সেই ভিডিওটি দ্রুত বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

নির্বাচন কমিশনের মন্তব্য- নির্বাচন কমিশন জানিয়েছে, এজাতীয় মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে। তাই এই ভিডিও ক্লিপিংটি দ্রুত সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দিতে হবে। একই সঙ্গেএই মন্তব্য যাতে কোনও টিভি চ্যানেল সম্প্রচার না করে তার জন্যই সতর্ক করেছে কমিশন। 

আপ-এর প্রতিক্রিয়া - আপ নেতা রাঘব চাড্ডা কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলি যাতে এজাতীয় ভিডিও সম্প্রচার না করে তার আবেদন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। তারই ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আপ নেতা জানিয়েছেন, পঞ্জাবের মানুষ এজাতীয় অপপ্রচারের জবাব দেবে। মানুষ জানে সে সৎ আর কে অসৎ। অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 


আগামী ২০ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার পঞ্জাব বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ হবে ১০ মার্চ। পঞ্জাবে এবার ত্রিমুখী লড়াই। একদিকে রয়েছে আম আদমি পার্টি। তাদের প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি। প্রত্যেক রাজনৈতিক দলই এক কণাও জমি ছাড়তে নারাজ। কংগ্রেসের হয়ে পঞ্জাবে প্রচার করেছেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। অন্যদিকে বিজেপির হয়ে ভোট প্রচার করেছেন মোদী ও অমিত শাহের মত হাইপ্রোফাইল নেতা। আর আপএর হয়ে মাটি কামড়ে পড়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তাই কুমার বিশ্বাসের ভিডিওটিকে কেজরিওয়ালের বিরুদ্ধে হাতিয়ার করছে তার প্রতিপক্ষ কংগ্রেস ও বিজেপি। তাতে কেজরিওয়ালের ভাবমূর্তিতে কিছুটা হলেও প্রভাব পড়তে শুরু করেছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

চন্নির 'ইউপি বিহার ভাইয়া' মন্তব্যের সমালোচনা মোদীর, নিশানায় গান্ধী পরিবার
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মুখে নেহেরুর নাম, সংসদে বললেন 'নেহেরুর ভারত'
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মন্তব্য 'অযাচিত', রাষ্ট্রদূতকে বলল বিদেশ মন্ত্রক