সংক্ষিপ্ত

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, লোনের EMI না দিতে পারলে সম্পত্তির মালিকানা লোন প্রদানকারী সংস্থার হবে। রাজেশ তিওয়ারির মামলায় বিশেষ রায় আদালতের।

বাড়ি, গাড়ি কিংবা কোনও দামি জিনিস কেনার জন্য লোন নিয়ে থাকেন ক্রেতারা। বিভিন্ন কোম্পানি লোন নেওয়ার প্রক্রিয়াকে ক্রমাগত সহজ করে তুলছে। মাসিক ইএমআই -এ টাকা দেন ক্রেতারা। এভাবে সকলে নিজের স্বপ্ন পূরণ করেন। এদিকে আবার লোন পরিশোধ করতে গিয়ে অনেকেই পড়েছেন কঠিন সমস্যয়া। এবার লোনের EMI না দিতে পারা মানুষদের জন্য বিশেষ রায় দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায় অনুসারী, লোন প্রদানকারী সংস্থার আপনার মূল্যের সম্পত্তির মালিক হয়ে যাবে।

প্রায়শই মানুষ ডাউন পেমেন্ট করে গাড়ি কেনেন ক্রেতারা। তারপর কয় মাস টাকা গিলে পুরো টাকা শোধ করতে পারে না। এই সমস্যা সমাধানে আদালত বলেছে, এমন ক্ষেত্রে লোনের EMI সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ফাইন্যান্সরাই গাড়ির মালিক থাকবে।

সদ্য আদালত রায় দিল আম্বেদকর নগরের বাসিন্দ রাজেশ তিওয়ারি-র মামলায়। ২০০৩ সালে তিনি মহিন্দ্রা মার্শাল গাড়ি কিনেছিলেন। তিনি ১ লক্ষ টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকার লোন দেন। ১২,৫৩১ টাকা করে লোন দেওয়ার কথা থাকলেও ৭ মাস EMI দেওয়ার পর আর দেয়নি। তারপর ওই কোম্পানি সেই গাড়ি বাজেয়াপ্ত করে। এই মামলায় ভোক্তা আদালত ফাইন্যান্স কোম্পানিকে ২ লক্ষ ২৩ হাজার টাকা জরিমানা করে। আদালত জানায়, নোটিশ ছাড়া গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রাহককে EMI শোধ করার সময় দেয়নি।

ভোক্ত আদালতের রায়ের বিরুদ্ধে ফাইন্যান্স কোম্পানি সুপ্রিম কোর্টে আপিল করে। আদালত জানায়, গাড়ির মালিক EMI পরিশোধে ব্যর্থ ছিলেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে মাত্র ৭ টি কিস্তি দিয়েছেন। তবে, ফাইন্যান্স কোম্পানি ১২ মাস পর গাড়ি বাজেয়াপ্ত করে। এই কারণে সুপ্রিম কোর্ট ভোক্তা আদালতের জরিমানার রায় বাতিল করে। তবে, নোটিশ ছাড়া গাড়ি নিয়ে নেওয়ার কারণে কোম্পানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।