সংক্ষিপ্ত
- বিরোধীদের অভিযোগ নরেন্দ্র মোদী সরকার সমালোচনা সহ্য করতে পারে না
- কিন্তু এদিন কেরলে গিয়ে মোদী বললেন গঠনমূলক সমালোচনার জন্যই তিনি অপেক্ষা করে থাকেন
- তাঁর মতে রাজনৈতিক নেতারা সবাই নিদজেদের মতের লোকদের মধ্যে থাকতেই ভালবাসেন
- কিন্তু প্রত্য়েকেরই বিভিন্ন ধরণের মতামত শোনার মতো ভদ্রতা থাকা উচিত
নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বরাবরের অভিযোগ, এই সরকার সমালোচনা সহ্য করতে পারে না। গত সাড়ে পাঁচ বছরে তিনি হাতে গোনা কয়েকটি সাক্ষাতকার দিয়েছেন। অভিযোগ সেগুলিতে মনের মতো প্রশ্ন সাজিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সাংবাদিক সম্মেলন করেছেন মাত্র একটি, তাতেও নীরবই ছিলেন। সেই নরেন্দ্র মোদীই এদিন 'কমফোর্ট জোন' ছেড়ে বের হলেন। বললেন বিভিন্ন ধরণের মতামত শোনার মতো ভদ্রতা থাকা উচিত।
এদিন কেরলের এক সংবাদ মাধ্য়মের আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেন তিনি। সেখানেই এদিন তিনি বলেন, 'এমন একটা ফোরামে এসেছি, যেখআনে আমার মতের সঙ্গে মেলে এমন মানুষের সংখ্যা খুব কম। কিন্তু এখানে অনেকত চিন্তাবিদ রয়েছেন, যাদের গঠনমূলক সমালোচনার দিকে আমি সাগ্রহে তাকিয়ে থাকি।'
তিনি আরও জানান, সাধারণত জনপ্রতিনিধিরা তাদের মতাবলম্বীদের মধ্য়েই থাকতে ভালবাসেন। কারণ সেখানেই তারা স্বস্তিতে থাকেন। প্রধানমন্ত্রী স্বীকার করে নিয়েছেন তিনি নিজেও তা পছন্দ করেন। কিন্তু একই সঙ্গে তিনি মনে করেন, মতামত নির্বিশেষে সকল ব্যক্তি ও সংগঠনের মধ্যে নিরন্তন কথাবার্তা চলা উচিত।