সংক্ষিপ্ত
- বাজারে এবার আসবে টিকটক-এর স্মার্টফোন
- খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়েছে টিকটক
- স্মার্টফোনে টিকটক-সহ সমস্ত অ্যাপই প্রি-লোডেড থাকবে
খুব অল্প সময়ের মধ্যেই ভারতের বাজার দখল করতে সক্ষম হয়েছে অনলাইন অ্যাপ টিকটক। যদিও ভারতের বুকে টেলিকমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে কিছুদিনের জন্য ব্যান্ড করে দেওয়া হয়েছিল টিকটক। কিন্তু তার কয়েকদিন পর থেকেই আবার নিজ মহিমায় ফিরে আসে টিকটক।
আরও পড়ুন- গল্পে নয়, বাস্তবে গরু উঠল বাইকে, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
তবে এবার এই অ্যাপটির জনপ্রিয়তার কথা মাথায় রেখে টিকটক-এর নেপথ্যে থাকা কোম্পানি ByteDance বাজারে নিয়ে আসতে চলেছে তাদের স্মার্টফোন। চিনা এই সংস্থাটির কর্নধার ঝাং ইয়িমিং জানিয়েছেন, এটি তাঁর স্বপ্ন ছিল। আর ইতিমধ্যেই স্বপ্নকে বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছেন তারা। ঝাং ইয়িমিং আরও জানান যে, তাদের নতুন এই স্মার্টফোনে টিকটক-সহ সমস্ত অ্যাপই প্রি-লোডেড থাকবে।
যদিও স্মার্টফোনটির ফিচার কেমন হবে সেই নিয়ে কোনও তথ্যই প্রকাশ করা হয়নি। একটি আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত খবরে জানা গিয়েছে, চিন এবং আমেরিকার মধ্যেকার বাণিজ্যিক লড়াই এক্ষেত্রে একটা বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।