সংক্ষিপ্ত

ফের জম্মু-কাশ্মীরে সন্ত্রাস দমনে সাফল্য

নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত দুই জঙ্গি

তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি

এদিন ভোরেই কুলগামে শুরু হয়েছিল অভিযান

 

শুক্রবার সকালে ফের একবার জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানে সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল দুই জঙ্গি।

জম্মু ও কাশ্মীরের এক পুলিশ কর্তা জানিয়েছেন, কুলগাম জেলার নাগনাদ এলাকায় জঙ্গিদের উপস্থিতির নিশ্চিত খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। শুক্রবার ভোরেই পুরো এলাকাটি ঘিরে ফেরে চিরুনি তল্লাশি শুরু করেছিল ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের একটি য়ৌথ বাহিনী। বাহিনী কাছাকাছি আসতেই লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। পাল্টা জবাব দেয় সেনাও। তল্লাশি অভিযান পরিণত হয় সংঘর্ষে।

শেষ খবর পাওয়া এই অভিযানে দুই জন জঙ্গি নিহত হয়েছে। নিহত জঙ্গিদের নাম-পরিচয় এবং তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ওই এলাকায় আরও জঙ্গি ঘাপটি মেরে থাকতে পারে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী। তাই তল্লাশি অভিযান এখনও চলছে। এর আগে বহু ক্ষেত্রে জঙ্গিরা সকলেই নিহত মনে করে এগোতে গিয়ে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির মুখে পড়তে হয়েছে সেনা কর্মীদের। সেই অভিজ্ঞতা থেকেই এই বিষয়ে সাবধানে এগোচ্ছে বাহিনী।