সংক্ষিপ্ত

UGC-র রিপোর্টে বলা হয়েছে ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের বিভ্রান্ত করে, প্রলোভন দেখিয়ে ভর্তি করে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির কোনও রেজিস্ট্রেশন না থাকায় চাকরির ক্ষেত্রে গিয়ে পড়ুয়াদের সমস্যায় পড়তে হয়।

 

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন বা UGC দেশজুড়ে চলা ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। পাশাপাশি ছাত্রছাত্রী ও অভিভাবকদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিষ্ঠান বাছার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। UGC-র ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের দাবি সেখানে নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি দেওয়া হয়। কিন্তু UGC-র রিপোর্টে বলা হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির কোনও রেজিস্ট্রেশনই নেই।

রিপোর্টে বলা হয়েছে ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি পড়ুয়াদের বিভ্রান্ত করে, প্রলোভন দেখিয়ে ভর্তি করে। কিন্তু বিশ্ববিদ্যালয়গুলির কোনও রেজিস্ট্রেশন না থাকায় চাকরির ক্ষেত্রে গিয়ে পড়ুয়াদের সমস্যায় পড়তে হয়। UGCর আরও দাবি করেছে, অ্যাকাডেমিক ও পরিকাঠামোগত মানদণ্ড মানছে না অনেক শিক্ষাপ্রতিষ্ঠান। ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিয়ন্ত্রণের অধীনে নেই। তাই সেই প্রতিষ্ঠানে ভর্তি হলে পড়ুয়াদের অর্থ আর সময় দুই নষ্ট হবে। তাই কোনও প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার আগে প্রতিষ্ঠান সম্পর্কিত সব তথ্য যাচাই করে নেওয়া জরুরি। UGC-র অনুমোদন রয়েছে কিনা তাও খতিয়ে দেখা জরুরি। UGC বলেছেন UGC আইন১৯৫৬ এর অধীনে যেসব বিশ্ববিদ্যালয়গুলি রেজিস্ট্রেশন করেছে সেগুলির ডিগ্রি একমাত্র কার্যকর। এর আগেও ২০২৪ সালে এমন ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছিল UGC।

কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান UGC-র ভুয়ো তালিকায় রয়েছে সেগুলি দেখে নিনঃ

১) ক্রাইস্ট নিউ টেস্টামেন্ট ডিমড ইউনিভার্সিটি, গুন্টুর

২) বাইবল ওপেন ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া, ভাইজ্যাগ

৩) এআইআইপিএইচএস গভর্নমেন্ট ইউনিভার্সিটি, দিল্লি

৪) কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দিল্লি

৫) ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, দিল্লি

৬) ভোকেশনাল ইউনিভার্সিটি, দিল্লি

৭) এডিআর সেন্ট্রিক জুরিসডিকাল ইউনিভার্সিটি, দিল্লি

৮) আইআইএসই, দিল্লি

৯) বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট, দিল্লি

১০) আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, দিল্লি

১১) বড়গণভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভার্সিটি, বেলগাঁও

১২) সেন্ট জনস ইউনিভার্সিটি, কেরালা

১৩) আইআইইউপিএম, কোঝিকোড়ে

১৪) রাজা আরাবিক ইউনিভার্সিটি, নাগপুর

১৫) শ্রী বোধি অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, পণ্ডিচেরি

১৬) গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, প্রয়াগ, এলাহাবাদ

১৭) নেতাজি সুভাষ চন্দ্র বসু বিশ্ববিদ্যালয়, আলিগড়

১৮) ভারতীয় শিক্ষা পরিষদ, লক্ষ্ণৌ

১৯) মহামায়া টেকনিক্যাল ইউনিভার্সিটি, নয়ডা

২০) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা

২১) ইনস্টিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, কলকাতা

তালিকায় জাতীয় রাজধানী দিল্লির ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে কলকাতারও দুটি সংস্থা রয়েছে। দক্ষিণ ভারতেরও একাধিক সংস্থা রয়েছে। এই রাজ্য থেকে সাধারণত পড়তে যাওয়ার প্রবণতা রয়েছে দিল্লিতে। বর্তমানে দক্ষিণ ভারতে পড়তে যাওয়ার প্রবণতাও বেড়েছে। তাই পড়তে যাওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সম্পর্কে যাবতীয় খোঁজ খবর নেওয়া জরুরি বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।