সংক্ষিপ্ত
- একটি অটোতেই শিশু ও মহিলা মিলে ২৪ জন
- সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওয় এই দৃশ্যই দেখা গেল
- এই নিয়ে হাসাহাসি কম হচ্ছে না
- অনেকে যাত্রী সুরক্ষার দিকটিও তুলছেন
যদি কাউকে প্রশ্ন করা হয়, একটি অটোতে কতজন মানুষ বসতে পারেন? যত বাড়িয়েই বলা হোক না কেন, কারোর উত্তরই হয়ত ১০ জনের বেশি ছাড়াবে না। কিন্তু, সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেড় মিনিটের সেই ভিডিওয় দেখা যাচ্ছে তেলেঙ্গানার ভঙ্গির নগরে একটি অটো থেকে নামছেন মহিলা ও শিশু মিলিয়ে ২৪ জন!
স্বাভাবিকভাবেই এই অদ্ভূত ভিডিওটি ইন্টারনেটে ছড়ি.য়ে পড়তে সময নেয়নি। আর এই নিয়ে হাসাহাসিও কম হচ্ছে না। নেটিজেনদের কেউ কেউ বলছেন এটা একটা বিশ্বরেকর্জ। গিনেস বুকে স্থান পাওয়ার মতো ঘটনা। কেউ কেউ অবশ্য মনে করিয়ে দিয়েছেন যাত্রী সুরক্ষার দিকে অটোওয়ালাদের কোনও নজরই নেই।
বস্তুত ভারতের মতো জনবহুল দেশে একটি অটো থেকে এতজন যাত্রীর নেমে আসার ঘটনাটি নিঃসন্দেহে হাস্যকর, কিন্তু যাত্রী সুরক্ষার দিক থেকে অত্যন্ত ভয়ঙ্করও বটে। কারণ অতিরিক্ত যাত্রী নেওয়া মানেই, দুরঘটনার সম্ভাবনা বেড়ে যাওয়া। সেই কারণেই মোট ভেহিকেলস অ্যাক্ট ২০১৯-এ অতিরিক্ত যাত্রী নিলে প্রতি অতিরিক্ত যাত্রী পিছু ১০০০ টাকা জরিমানার আইন করা হয়েছে। কিন্তু তাতে যে কাজের কাজ কিছু হয়নি এই ভিডিওই তার প্রমাণ।