সংক্ষিপ্ত
বছর শেষে শৈত্যপ্রবাহের সাক্ষী থাকতে পারে রাজধানী-সহ উত্তর ভারতের বিস্তৃর্ণ এলাকা। ইতিমধ্যেই দিল্লিতে আজ তাপমাত্রার পারদ নেমেছিলে ৫ ডিগ্রি সেলসিয়াসে।
বছরশেষেও বাংলায় দেখা নেই ঠান্ডার। অন্যদিকে শীতের দাপটে কাঁপছে উত্তর ভারত। বড়দিনের দিনই দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় প্রায় ৪.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বছর শেষে শৈত্যপ্রবাহের সাক্ষী থাকতে পারে রাজধানী-সহ উত্তর ভারতের বিস্তৃর্ণ এলাকা। ইতিমধ্যেই দিল্লিতে আজ তাপমাত্রার পারদ নেমেছিলে ৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে মৌসম ভবন। বরং বছর শেষে শৈত্যপ্রবাহের পাশাপাশি বাড়বে কুয়াশার প্রভাবও। একই পরিস্থিতি পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে।
বড়দিনের দিন সকাল থেকেই কনকনে ঠান্ডায় ঘুম ভেঙেছে রাজধানীর। রবিবার দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বেশ কিছু জায়গায় তাপমাত্রার পারদ নেমেছিল ৩ ডিগ্রিতেও। স্বাভাবিকের থেকে যা প্রায় ৪.৯ ডিগ্রি কম। সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছিল রাজধানী। একই দৃশ্য দেখা গেল সোমবার সকালেও। ঘন কুয়াশায় কমেছিল দৃশ্যমান্যতাও। শৈত্য প্রবাহ চলবে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে। এই রাজ্যগুলিতেও গড় তাপমাত্রা থাকছে ৩-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দিল্লির স্থানীয় এক ব্যক্তি জানীয়েছেন,'সকালে ৬-৭ ডিগ্রি থাকছে। কিছু জায়গায় ৩ ডিগ্রি পর্যন্ত নেমেছে আজ। অনেকেই বলছেন কোল্ডওয়েভ শুরু হয়েছে। কাল পর্যন্ত চলতে পারে।'
অন্যদিকে ডিসেম্বরের শেষ সপ্তাহেও ঠান্ডার দেখা নেই বঙ্গে। সকালের দিকে কুয়াশাচ্ছন্ন থাকলেও নেই ঠান্ডার আমেজ। চলতি বছরে উষ্ণ বড়দিন পেয়েছে বাঙালি। এবার কি তবে বর্ষবরণেও থাকবে না ঠান্ডা? বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শীতের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া বাংলায় প্রবেশ করতে পারছে না। ফলে আপাতত কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত শহরবাসী। গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমূখী তাপমাত্রার পারদ। ক্রিসমাসেও দেখা নেই শীতের। এবার বছর শেষেও শীতের আমেজ না মেলার আশঙ্কায় শহরবাসী। যদিও আবহাওয়া দফতবের পূর্বাভাস অনুসারে আগামী পরশুদিন থেকেই ফের ধীরে ধীরে কমবে তাপমাত্রা। বছর শেষে বেশ ঠান্ডার আমেজ থাকবে শহরজুড়ে।
বছরের শেষ সপ্তাহের শুরুতেই ঘন কুয়াশায় ঘুম ভাঙল শহরবাসীর। ভোরের দিকেও শিরশিরে ঠান্ডা অনুভূত হচ্ছে না। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি বেশি। ২৬ ডিসেম্বর সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। সকাল থেকেই জ্বলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশা শহরজুড়ে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি বদলাবে বলেও জানাচ্ছে হাওয়া অফিস। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। এই মুহূর্তে বৃষ্টিপাতেরও কোনও সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ।
আরও পড়ুন -
বড়দিনের পরই বাড়ল করোনা সংক্রমণ, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত কতজন?
হিমাচলে বাধ্যতামূল মাস্ক, পর্যটনের মরশুমে সংক্রমণ এড়াতে কড়া পদক্ষেপ সরকারের
বছরের শেষ সপ্তাহেও দেখা নেই শীতের, চলতি বছরে কি ঠান্ডার আমেজ পাবে না বঙালি?