ওয়াকফ কী? কী আছে নতুন ওয়াকফ সংশোধনী বিল? কেন আনা হল পরিবর্তন? জেনে নিন এক ক্লিকে
রাত ২টোয় লোকসভায় পাশ হল ওয়াকফ সংশোধনী বিল। এই বিলের মাধ্যমে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার খর্ব করা হয়েছে এবং জেলাশাসককে সম্পত্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন আইনে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।
- FB
- TW
- Linkdin
)
রাত ২ টোর সময় লোকসভায় পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। জেনে নিন কী কী আছে নতুন এই বিলে।
ইসলাম ধর্মাবলম্বীরা যে সম্পত্তি ধর্মপ্রচার এবং সমাজের উন্নতিকল্পে দান করেন, সেটাকে হবে ওয়াকফ । এটি বিক্রি করা যায় না বা ব্যবসার স্বার্থে ব্যবহার করা যায় না।
ইসলাম ধর্মালম্বীদের মতে, ওয়াকফ হল ঈশ্বরের সম্পত্তি।
বর্তমানে, ওয়াকফ বিলের ৪০ নম্বর ধারা আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনও রকম সরকারি পর্যালোচনা বা রিভিউ করা যায় না।
আলোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড তা দখল করতে পারে। এমন সম্পত্তি নিয়ে বিবাদ চললেও সরকার হস্তক্ষেপ করতে পারবে না।
নতুন বিলে সেই একচ্ছত্র অধিকার খর্ব করা হয়েছে। এবার থেকে কোনও সম্পত্তি ওয়াকফ কি না, তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হবে জেলাশাসক বা সমপদমর্যাদার কোনও ব্যক্তির।
সেই সঙ্গে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ নিয়ন্ত্রণ করা হবে।
এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি দখল করা বা সম্পত্তি নিয়ে পর্যালোচনার সুযোগ ছিল না।
এতদিন সে সম্পত্তি ভোগ করত একদল মুসলিম। নতুন আইন কার্যকর হলে সাধারণ মুসলিমরা উপকৃত হবেন।
লোকসভায় পাশ হল ওয়াকফ আইন। বিলের পক্ষে ভোট দিয়েছে ২৮৮ জন। আর বিরোধিতা করেছেন ২৩২ জন।