গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ৩৫,৫৫১ জন
বৃহস্পতিবার ৯৫ লক্ষের গণ্ডি ছাড়ালো মোট রোগীর সংখ্যা
চিকিৎসাধীন রোগীর চাপ আরও কমল
কোথায় দাঁড়িয়ে ভারতের করোনা পরিসংখ্যান
গত ২৪ ঘন্টায় ভারতে ৩৫,৫৫১ জন নতুন করোনাভাইরাস রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে বৃহস্পতিবার সকালে ভারতের মোট করোনা রোগীর সংখ্যা ৯৫ লক্ষ ছাড়িয়ে গেল। এদিন সকাল ৮টায় কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে, তা অনুযায়ী ভারতের মোট করোনা রোগীর সংখ্যা এখন ৯৫,৩৪,৯৬৫।
আর সক্রিয় মামলা অর্থাৎ চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪,২২,৯৩৩ জন। বুধবার সকালে যা ছিল ৪,২৮,৬৪৪ জন। অর্থাৎ একদিনেই চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমেছে ৫,৭১১ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন বা হাসপাতাল থেকে অব্যাহতি পেয়েছেন ৪০,৭২৬ জন। ফলে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে মোট কোভিড মুক্ত হলেন মোট ৮৯,৭৩,৩৭৩ জন।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কোভিড জনিত কারণে মৃত্যু হয়েছে ৫২৬ জনের। ফলে করোনায ভারতে মৃতের তালিকাটা বেড়ে দাঁড়িয়েছে ১,৩৮,৬৪৮-এ।
অন্যদিকে বুধবার আইসিএমআর ভারতে মোট ১১,১১,৬৯৮ টি নমুনা পরীক্ষা করেছে কোভিডের জন্য। সব মিলিয়ে বুধবার পর্যন্ত ভারতে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৪,৩৫,৫৭,৬৪৭ টি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Dec 3, 2020, 10:12 AM IST