সংক্ষিপ্ত
পরামর্শ দেওয়া হয়েছে যে, ভারতীয় নাগরিকরা পাসপোর্ট, আইডি কার্ড, ওষুধ, টর্চ, দেশলাই, লাইটার, মোমবাতি, টাকা, এনার্জি বার, পাওয়ার ব্যাঙ্ক, জল, ফাস্ট এইড কিট, হেডগিয়ার, মাফলার, গ্লাভস, জ্যাকেট, মোজা ও জুতো সঙ্গে রাখুন।
যত সময় যাচ্ছে ততই খারাপ হচ্ছে ইউক্রেনের (Ukraine) পরিস্থিতি। আগামীদিনে আরও খারাপ পরিস্থিতি আসছে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন (Emmanuel Macron)। রাশিয়ার (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে ৯০ মিনিট ফোনে কথা বলার পর একথা বলেছেন তিনি। এদিকে এখনও পর্যন্ত সেখানে আটকে রয়েছেন বহু ভারতীয় (Indian)। আর এবার তাঁদের সুরক্ষার জন্য নানা পরামর্শ দিল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক (Indian Ministry of Defence)।
পরামর্শ দেওয়া হয়েছে যে, ভারতীয় নাগরিকরা পাসপোর্ট, আইডি কার্ড, ওষুধ, টর্চ, দেশলাই, লাইটার, মোমবাতি, টাকা, এনার্জি বার, পাওয়ার ব্যাঙ্ক, জল, ফাস্ট এইড কিট, হেডগিয়ার, মাফলার, গ্লাভস, জ্যাকেট, মোজা ও জুতো সঙ্গে রাখুন। জল ও খাবার ভাগ করে খান। একেবারে বেশি খাবেন না। বরফ গলিয়ে জল করে খান। বড় গারবেজ ব্যাগ সঙ্গে রাখুন। হঠাৎ করে বাড়ি ছাড়তে হলে এটাই পেতে বসতে পারবেন। এমনকী, ঠান্ডা, বৃষ্টির হাত থেকেও এটাই রেহাই দেবে।
আরও পড়ুন- '১০০ মিটার দূরেই বিস্ফোরণ', ভয়ঙ্কর পরিস্থিতি, পায়ে হেঁটেই খারকিভ ছাড়েন বহু ভারতীয়
ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকায় বলা হয়েছে...
- খুব প্রয়োজন ছাড়া বাঙ্কার থেকে বেরোতে পারবেন না পড়ুয়া কিংবা ভারতীয় নাগরিকরা।
- মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার করবেন না। কারণ ফোন সব সময় সচল রাখবেন।
- ফোনের ব্যাটারি সুরক্ষিত রাখতে অপ্রয়োজনীয় সব অ্যাপ মোবাইল থেকে মুছে ফেলতে।
- যতটা সম্ভব অডিও ব্যবহার কমানোরও কথা বলা হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে সেখানেই সব প্রয়োজনীয় কথা বলতে হবে।
- সর্বাধিক ১০ জন করে এক একটি গোষ্ঠী তৈরি করে নিন। সেখানে একজন ‘কো অর্ডিনেটর’ থাকবেন। তিনিই বাইরের দুনিয়ার সঙ্গে কথপোকথন চালাবেন।
- প্রত্যেককে কয়েকটি প্রয়োজনীয় রাশিয়ান শব্দ শিখে নিতে বলা হয়েছে। যেমন, আমরা ছাত্র, আমরা ভারত থেকে এসেছি, আমরা সংঘর্ষে যুক্ত নই, দয়া করে আমাদের কোনও ক্ষতি করবেন না, আমাদের সাহায্য করুন।
- বাঙ্কারে বা কোনও নিরাপদ জায়গায় থাকুন।
- রাস্তার ধার দিয়ে বাড়ির ধার ঘেঁষে যাতায়াত করুন।
- একটি সাদা পতাকা বা সাদা কাপড় সঙ্গে রাখুন। রাস্তা দিয়ে যাওয়ার সময় সেটা দেখান।
- জরুরি জিনিস ছাড়া ব্যাগে কিছু ভরবেন না। বড় ব্যাগ সঙ্গে নেবেন না। এতে হাঁটতে পারবেন না।
- মিলিটারিরা চেক পোস্টে আটকালে নম্র ব্যবহার করুন। মানসিকভাবে শক্ত থাকুন। অন্তত দশজন দল বেঁধে হাঁটাচলা করুন।
- সাইরেন বাজলেই আশপাশে নিরাপদ স্থানে আশ্রয় নিন। আর খোলা জায়গায় থাকলে শুয়ে পড়ুন। ব্যাগ দিয়ে মাথা ঢাকা দিন।
- কোনও রকম প্ররোচনায় পা দেবেন না। হাতে অস্ত্র তুলে নেবেন না। স্থানীয় বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেবেন না।
- আগুন জ্বালাবেন না, মদ খাবেন না।
- রাস্তায় পড়ে থাকা কোনও না ফাটা মর্টার, কিংবা সেনাকর্মী, যুদ্ধের সাঁজোয়া গাড়ির সঙ্গে সেলফি তুলবেন না।
- নেটমাধ্যমে ইউক্রেন-রাশিয়া সংক্রান্ত কোনও বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
- ভিজে কাপড় পড়ে থাকবেন না। এতে শরীরে সমস্যা দেখা দিতে পারে। তাই কাপড় যদি ভিজে গিয়ে থাকে তাহলে অবিলম্বে তা পরিবর্তন করে নিন।
আরও পড়ুন- 'ইউক্রেনের জন্য আরও খারাপ সময় আসছে', আশঙ্কা ফ্রান্সের প্রেসিডেন্টের