সংক্ষিপ্ত
ঘোষিত হল আগামী মরসুমের UEFA চ্যাম্পিয়ন্স লিগের সূচি। এক নজরে দেখে নিন কোন গ্রুপে খেলছে কোন টিম।
আগামী মরসুমের UEFA চ্যাম্পিয়ন্স লিগের সূচি ঘোষণা হয়ে গেল। ইস্তানবুলে উইএফএর প্রতিনিধিরা এই সূচি ঘোষণা করেন। খেলাতে রয়েছে মোট ৮টি গ্রুপ। প্রতিটি গ্রুপে থাকছে ৪টি করে দল। বার্সেলোনার গ্রুপ এবারে একেবারেই সহজ নয়। কারণ, একই গ্রপে রয়েছে বায়ার্ন মিউনিখ। অন্য দিকে লিয়োনেল মেসির ক্লাব প্যারিস সঁ জঁ ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পুরনো ক্লাব জুভেন্টাস থাকছে একই গ্রুপে।
কোন গ্রুপে কোন টিম?
গ্রুপ এ- আয়াক্স, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স।
গ্রুপ বি- পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, বায়ের লেভারকুসেন, ক্লাব ব্রাগ।
গ্রুপ সি- বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্টোরিয়া প্লাজেন।
গ্রুপ ডি- ফ্র্যাঙ্কফুর্ট, টটেনহ্যাম হটস্পার, স্পোর্টিং, মার্সেই।
গ্রুপ ই- এসি মিলান, চেলসি, সালসবার্গ, ডায়নামো জাগ্রেব।
গ্রুপ এফ- রিয়াল মাদ্রিদ, লিপজিগ, শাখতার ডনেস্ক, সেল্টিক।
গ্রুপ জি- ম্যাঞ্চেস্টার সিটি, সেভিয়া, বুরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।
গ্রুপ এইচ- প্যারিস সঁ জঁ, জুভেন্টাস, বেনফিকা, মাক্কাবি হাইফা।