সংক্ষিপ্ত
ইলন মাস্কের দফতরই রবিবার জানিয়ে দিয়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো উন্নতির জন্য তারা যে অর্থ বরাদ্দ করত এবার তাতে কাটছাঁট করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)মার্কিন সফরের পরই বড় পদক্ষেপ নিল আমেরিকা (US)। রাশ টানল বিশ্বব্যাপী খরচে। ভারতে ভোটদানের (Indian Voter) হার বৃদ্ধি করতে তারা যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করেছিল এবার তা বন্ধ করার পথে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতির জন্যও আমেরিকা অর্থ ব্যায় করত। সেই বরাদ্দও বন্ধ করার হচ্ছে। রবিবার ইলন মাস্কের ( Elon Musk) দফতর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছে কোন কোন দেশের জন্য অর্থ বরাদ্দ বন্ধ করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে ভারত ও বাংলাদেশ। মাস্কের দফতর আরও জানিয়েছে ভারতের জন্য বরাদ্দ হওয়া ২ কোটি ১০ লক্ষ মার্কিন ডলার অর্থ সাহায্য বন্ধ করে দিচ্ছে আমেরিকা।
X-এর একটি পোস্টে, অফিসিয়াল DOGE হ্যান্ডেলে মার্কিন করদাতাদের দ্বারা বাতিল করা ব্যয়ের সংখ্যা তালিকাভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে 'ভারতে ভোটারদের ভোটদানের জন্য ২১ লক্ষ মার্কিন ডলার'। ইলন মাস্কের নেতৃত্বাধীন দফতর ঘোষণা করেছে, 'মার্কিন করদাতাদের ডলার নিম্নলিখিত বিষয়গুলিতেই ব্যায় করা হত, যার সবগুলি বাতিল করা হয়েছে।'
দ্বিতীয়বার হোয়াইট হাউসে এসেই মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সরকারি দক্ষতা বিষয়ক দফতরের মাথায় নিজের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্ককে বসিয়েছিলেন। মাস্কের দফতরই রবিবার জানিয়ে দিয়েছে, বিভিন্ন দেশে নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক কাঠামো উন্নতির জন্য তারা যে অর্থ বরাদ্দ করত এবার তাতে কাটছাঁট করা হচ্ছে। এই প্রকল্পে ৪৮ কোটি ৬০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় ৫২১২ কোটা টাকা ব্যয় করত আমেরিকা। জো বাইডেনের আমলে এই দফতরই ভারতীয় ভোটারদের জন্য ২ কোটি ১০ লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ১৮২ কোটি টাকা বরাদ্দ করেছিল। এবার তা বাতিল করে দিল আমেরিকা।
এই তালিকায় রয়েছে বাংলাদেশ, নেপাল, মালি, সার্বিয়া, কম্বোডিয়াও। বাংলাদেশের জন্য বরাদ্দ ২ কোটি ৯০ লক্ষ ডলার। এজাতীয় কাজে আর আমেরিকার করদাতাদের অর্থ খরচ করা হবে না বলেও জানিয়েছে আমেরিকা।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।