সংক্ষিপ্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে ইউক্রেনের শক্তিকেন্দ্রগুলিতে আক্রমণ করা থেকে বিরত হওয়ার সিদ্ধান্ত নিলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin News)। জানা গিয়েছে, ৩০ দিনের জন্য এই সাময়িক বিরতির সিদ্ধা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে দীর্ঘ আলোচনার পর অবশেষে ইউক্রেনের শক্তিকেন্দ্রগুলিতে আক্রমণ করা থেকে বিরত হওয়ার সিদ্ধান্ত নিলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin News)। জানা গিয়েছে, ৩০ দিনের জন্য এই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া (Russia)। যারফলে আপাতত ৩০ দিন ইউক্রেনের (Ukraine) কোনও শক্তিকেন্দ্রে হামলা চালাবে না রুশ সেনাবাহিনী।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি পুতিন, চাপালেন একগুচ্ছ শর্ত….

বুধবার White House-এর তরফে প্রকাশিত তথ্য থেকে এই খবর জানা গিয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন বিদেশসচিন মার্কো রুবিওর সঙ্গে গত সপ্তাহে সৌদি আরবে বৈঠক করেন ইউক্রেন প্রেসিডেন্ট (Zelensky)। সেখানেই বৈঠকে রাশিয়ার (Russia) সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হন জেলেনস্কি। জানা গিয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ২ ঘন্টা ফোনে কথা বলার পর ইউক্রেনে আপাতত হামলা আর না চালানোর বিষয়ে রাজি হন পুতিন সরকার। যদিও রাশিয়া দাবি করেছে, বিদেশি সামরিক শক্তি দিয়ে ইউক্রেনকে সাহায্য করা বন্ধ করতে হবে।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ''রাশিয়ার বোলগোরেয়ায় ইউক্রেনের আক্রমমণ প্রতিহত করা হবে।'' যদিও দুই দেশের বিরামহীন যুদ্ধ নিয়ে এবার আসরে নেমেছে আমেরিকা। যুদ্ধের ফলে প্রচুর মানুষের প্রাণহানি, জিনিসপত্র ধংস হয়েছে। তাই ট্রাম্পের বার্তা এবার দুই দেশেরই উচিত যুদ্ধ বন্ধ করে মানব কল্যাণে নজর দেওয়া। এতে সবারই মঙ্গল। শুধু তাই নয়, কৃষ্ণসাগরে যুদ্ধবিরতির জন্য আলোচনা করতে আগ্রহও প্রকাশ করেছে ইউক্রেন ও আমেরিকা।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিন (International News) জানিয়েছেন, ১৯ মার্চ বুধবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে বন্দি মোট ১৭৯ জনকে প্রত্যার্পণ করা হবে। এছাড়াও যুদ্ধে আহত হয়ে রাশিয়ায় চিকিৎসাধীন ২৩ ইউক্রেন (Ukraine Army) সৈন্যকে ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়েই আলোচনা হয়নি। দুই রাষ্ট্রনেতার বৈঠকে উঠে এসেছে ইরান(Iran clash)-ইজরায়েল যুদ্ধের কথাও (Iran-Israel Clash News ) 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে