সংক্ষিপ্ত

শুক্রবার সন্ধ্যা নাগাদ তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় প্রায় ১৫ লক্ষ বাড়িতে। বেশ কিছু এলাকায় ঘন্টা চারেক পরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও এখনও বিদ্যুৎহীন বেশ কিছু বাড়ি।

বড়দিনের আগেই 'বম্ব সাইক্লোন'-এর দাপটে বিপর্যস্ত আমেরিকার জনজীবন। কয়েকদিন আগেই আমেরিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে আছড়ে পড়েছে তুষারঝড়। শুক্রবার থেকেই বিপর্যস্ত একাধিক পরিষেবা। তীব্র তুষারঝড়রের কারণে বন্ধ একাধিক রাস্তাও। বিদ্যুৎহীন লক্ষ লক্ষ বাড়ি। কনকনে ঠান্ডার জেরে বাড়ি থেকে বেরনো তো দূর জানলা দরজাও খুলতে পারছেন না বাসিন্দারা। ইতিমধ্যে হিমাঙ্কের নীচে নেমেছে তাপমাত্রা। তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ১১ থেকে ২৩ ডিগ্রিতে। এমনকী কিছু কিছু জায়গায় মাইনাস ৪৮ ডিগ্রিতেও নেমেছে তাপমাত্রার পারদ। শুক্রবার সন্ধ্যা নাগাদ তুষার ঝড়ের কারণে বিদ্যুৎ বিভ্রাট দেখা যায় প্রায় ১৫ লক্ষ বাড়িতে। বেশ কিছু এলাকায় ঘন্টা চারেক পরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও এখনও বিদ্যুৎহীন বেশ কিছু বাড়ি। ক্রিসমাস ইভের আগে কার্যত অন্ধকারে ডুবে আমেরিকার একাংশ।

আমেরিকার বিস্তৃর্ণ এলাকা জুড়ে আছড়ে পড়েছে তুষারঝড়। হারকাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত মার্কিন জনজীবন। সূত্রের খবর গতকাল থেকেই আমেরিকার পাঁচ রাজ্যে ঠান্ডায় মৃত্যু হয়েছে ৯ জনের। বিদ্যুৎ বিভ্রাটের জেরে ঘরের মধ্যেও উত্তাপ নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। পাশাপাশি তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকায় ফ্রস্ট বাইটের শিকার হচ্ছে আমেরিকাবাসী। সেদেশের আবহাওয়া দফতর ‘ন্যাশনাল ওয়েদার সার্ভিস’ অনুযায়ী আমেরিকার মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মানুষকে এই আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিইয়ে সতর্ক করা হয়েছিল। উত্তর ও দক্ষিণ ডাকোটা, ওকলাহোমা, আইওয়া-সহ আরও বেশ কয়েকটি এলাকায় বাড়ি থেকে বেরনোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তুষারাচ্ছন্ন রাস্তাট বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বৃহস্পতিবারই ওকলাহোমায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের। তুষারঝড়ের কারণে বাতিল করা হয়েছে একাধিক বিমানও।

শুক্রবার থেকেই আমেরিকার বিস্তৃর্ণ অঞ্চল জুড়ে শুরু হয়েছে শৈত্যঝড়। এই তুষারঝড় 'বম্ব সাইক্লোন'-এ পরিণত হওয়ায় চরম বিপাকে আমেরিকাবাসী। মিনিয়াপোলিস, শিকাগো এবং উত্তর ও পশ্চিম মিশিগানে জুড়ে এই বম্ব সাইক্লোনের জেরে তীব্র বেগে ঠান্ডা হাওইয়ার পাশাপাশি ভয়বহ তুষারপাত শুরু হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন,'ভয়াবহ ঠান্ডা হাওয়ার সঙ্গে তীব্র তুষারঝড়ের কারণে কার্যত বাইরে বেরনো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন ইন্ডিয়ানাতে তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু প্রবল হাওয়ার জেরে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূতি হচ্ছে। ঠান্ডা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। দক্ষিণের কিছু রাজ্যে গতকাল রাতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল। তবে আজ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক।' স্থানীয় বাসিন্দাদের মতে তীব্র তুষার ঝড়ের কারণে যে কোনও মুহূর্তে ইন্সট্যান্ট ফ্রিজ বা ফ্রস্ট বাইটের সম্ভাবনা থাকছে। পাশাপাশি প্রবল ঠান্ডায় যে কোনও মুহূর্তে জলের পাইপ ফেটে যাওয়ারও আশঙ্কা দেখা দিয়েছে। 'বম্ব সাইক্লোনের কবলে আমেরিকার প্রায় ২০ কোটি মানুষ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরনের তুষারঝড় দেখা যায়নি। গোটা দেশ জুড়ে জারি হয়েছে একাধিক সতর্কীকরণ।

আরও পড়ুন - 

এই একটা ইস্যুতে চিনের পাশে দাঁড়াল ভারত! রাষ্ট্রসঙ্ঘে নয়া নজির দুই দেশের

মহিলাদের উচ্চশিক্ষায় নিষেধাজ্ঞা তালিবান সরকারের, ফতোয়ার কারণ ব্যাখ্যা করলেন তালিবানের উচ্চশিক্ষা মন্ত্রী

'আমেরিকার থেকে পাওয়া অর্থ কোনও অনুদান নয়, বরং বিনিয়োগ', মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে বললেন প্রেসিডেন্ট জেলেনেস্কি