সংক্ষিপ্ত

Earthquake: ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে পাপুয়া নিউ গিনিতে। কিন্তু কিছু সময়ে পরে সতর্কতা তুলে নেয় পাপুয়া নিউ গিনি প্রশাসন।

 

আবারও ভূমিকম্প। এবার পাপুয়া নিউ গিনিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৯। ভয়াবহ ভূমিকম্পের কারণে ইতিমধ্যেই জারি করা হয়েছে সুনামি সতর্কতা। যদিও বেশ কিছুক্ষণ পরে সতর্কতা তুলে নেওয়া হয়। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা অনুসারে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

 

ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয়েছে পাপুয়া নিউ গিনিতে। কিন্তু কিছু সময়ে পরে সতর্কতা তুলে নেয় পাপুয়া নিউ গিনি প্রশাসন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল মাটির খুব একটা বেশি নিচে ছিল না। তাই সুনামির শঙ্কা অনেকটাই কম।

শনিবার সকালেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার বা ৬ মাইল গভীরে শক্তিশালী ভূমিকম্প হয়। এক কেন্দ্রস্থল ছিল মধ্য-সাগরে, নিউ ব্রিটেন দ্বীপের কিম্বা শহরের ১৯৮ কিলোমিটার পূর্বে। এরপরই পাপুয়া নিউ গিনি উপকূলে একাধিক এলাকায় সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছিল। বলা হয়েছে ১-৩ মিটার পর্যন্ত উঠতে পারে ঢেউয়ের উচ্চতা।

যদিও এমন আশঙ্কা আর সেই বলেও আপডেট দেওয়া হয়েছে। অন্যদিকে সকালেই ভূমিকম্পের কারণে দ্বীপটিতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শনিবার ভোরের দিকে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে পরপর দুইবা কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনির মাটি। এই দেশটি দক্ষিণ পূর্ব এশিয়ার ভূমিকম্প বলয়ের অন্তর্গত। তবে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখনও প্রকাশ্যে আসেনি।

 

 চলতি মাসেই পরপর ভূমিকম্প হয়।  কয়েক দিনের ব্যবধানেই ভূমিকম্প হয়েছিল মায়নমার আর টোঙ্গা দ্বীপে। মায়ানমারে ভূমিকম্পে লন্ডভন্ড হয়েছিল সেই দেশটি। মৃৃতের সংখ্যা ১৭০০ -এর বেশি। উদ্ধরকাজে সহযোগিতা করেছিল ভারত।