সংক্ষিপ্ত
গত কয়েক বছর ধরেই বিশ্ব উষ্ণায়নের প্রভাব দেখা যাচ্ছে। ২০২৫ সালে সারা বিশ্বে তাপমাত্রা অত্যন্ত বেশি হতে চলেছে। ২০২৪ সালের চেয়েও নতুন বছরে উষ্ণতা বেশি থাকতে চলেছে।
বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছে ২০২৪। নতুন বছর ২০২৫-এ উষ্ণতা বৃদ্ধি পেতে চলেছে। ফলে জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বজুড়ে ফের উদ্বেগ তৈরি হয়েছে। মানুষের কার্যকলাপ না বদলাতে পারলে সমস্যা বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত, সারা বিশ্ব এই দশকের মতো উষ্ণতা এর আগে কখনও দেখেনি। বিশ্বের উষ্ণতম ১০টি বছরের প্রতিটি চলতি দশকের। যত দিন যাচ্ছে, জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনা অত্যন্ত উদ্বেগের। কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে না কমাতে পারলে এর হাত থেকে নিস্তার নেই।’
আবহাওয়াবিদরাও উদ্বেগ প্রকাশ করেছেন
রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া দফতর জানিয়েছে, ২০২৪ সাল উষ্ণতম বছর হিসেবে রেকর্ড গড়েছে। কিন্তু ২০২৫ সালে তার চেয়েও বেশি গরম পড়তে চলেছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, ‘মানুষের কার্যকলাপ বন্ধ করার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া না হলে বিপর্যয় এড়ানো সম্ভব হবে না। গ্রিনহাউস গ্যাস নিঃসরণও রেকর্ড উচ্চতায় পৌঁছে যাবে। ফলে ভবিষ্যতে বিশ্বজুড়ে উষ্ণতা বাড়বে। মানুষের কার্যকলাপের জন্যই এক দশক ধরে অতীতের চেয়ে অনেক বেশি গরম বেড়ে গিয়েছে। অত্যধিক গরমের ঝুঁকি এড়ানোর জন্য আন্তর্জাতিক স্তরে আরও সহযোগিতা দরকার। সারা বিশ্বের উষ্ণতা বাড়ছে। অত্যধিক গরম এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।’
সতর্কতা জারি রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া দফতরের
রাষ্ট্রপুঞ্জের আবহাওয়া দফতরের মহাসচিব সেলেস্তে সাউলো জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যত ডিগ্রি গরম বেড়ে চলেছে, ততই সমস্যা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে যেমন বিশ্বজুড়ে প্রভাব পড়ছে, তেমনই ঝুঁকিও বাড়ছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে বিশ্বজুড়ে গড় তাপমাত্রা শিল্পযুগেের আগের সময়ের চেয়ে ১.৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। ২০১৬ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনে যে চুক্তি হয়েছিল, তার কোনও প্রভাব দেখা যাচ্ছে না। সেই সময়ের চেয়ে এখন উষ্ণতা বেড়ে গিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বিশ্ব উষ্ণায়নের 'ভয়ঙ্কর' ফলে , জেগে উঠতে পারে মাটির নিচে ঘুমিয়ে থাকা ৪৮৫০০ বছর পুরনো ভাইরাসরা