সংক্ষিপ্ত

বুধবার শুধু নতুন ইংরাজি বছরই শুরু হচ্ছে না, সারা বিশ্বে বিশাল বদলও আসতে চলেছে। যে শিশুরা জন্ম নিতে চলেছে, তারা একদম আলাদা হবে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০৩৯ সালের মধ্যে যে শিশুরা জন্মগ্রহণ করবে, তারা 'জেনারেশন বিটা' নামে পরিচিত হতে চলেছে। ২০২৫ সালের মধ্যে এই প্রজন্ম সারা বিশ্বের জনসংখ্যার ১৬ শতাংশে পরিণত হবে। ২০১০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে সারা বিশ্বে যে শিশুরা জন্মগ্রহণ করেছে, তারা 'জেনারেশন আলফা' নামে পরিচিত। এবার নতুন প্রজন্মের শিশুরা 'জেনারেশন বিটা' নামে পরিচিত হচ্ছে। এই প্রজন্ম প্রযুক্তির উপর নির্ভরশীল হতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর খুব বেশি নির্ভর করবে এই শিশুরা। পৃথিবীতে টিকে থাকার জন্য লড়াই বাড়বে। তারও সাক্ষী থাকবে নতুন প্রজন্ম। সারা বিশ্বে জনসংখ্যায় যে বদল আসবে, তাতে এই শিশুদের বড় ভূমিকা থাকবে।

কেন আলাদা 'জেনারেশন বিটা'?

দীর্ঘদিন ধরে সমাজ নিয়ে গবেষণা করছেন মার্ক ম্যাকক্রিন্ডল। তিনিই 'জেনারেশন আলফা' শব্দের প্রবক্তা। এবার 'জেনারেশন বিটা' সম্পর্কে মার্ক বলেছেন, গত ১৪ বছরে সারা বিশ্বে যে শিশুরা জন্মগ্রহণ করেছে, তাদের চেয়ে আলাদা হবে নতুন প্রজন্ম। তাদের নানা ধরনের সমস্যার মোকাবিলা করতে হবে। প্রযুক্তির সাহায্যও পাবে এই শিশুরা। এই প্রজন্মের শিশুরা সবচেয়ে বেশিদিন বাঁচবে। সারা বিশ্বে এতদিন ধরে যত প্রজন্ম এসেছে, তার মধ্যে 'জেনারেশন বিটা'-রই গড় আয়ু সবচেয়ে বেশি হতে চলেছে। ২০২৫ থেকে ২০৩৯ সালের মধ্যে যে শিশুরা জন্মগ্রহণ করতে চলেছে, তাদের মধ্যে অনেকেই সুস্থভাবে ২১০০ সাল পর্যন্ত বেঁচে থাকবে। আগামী দিনে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হতে চলেছে। প্রযুক্তিরও অনেক উন্নতি হবে। এরই ফলে 'জেনারেশন বিটা'-র সন্তানরা অতীতের সব প্রজন্মের চেয়ে বেশিদিন বেঁচে থাকবে।

বিশ্বে বড় বদল আসছে?

'জেনারেশন বিটা'-র শিশুরা ‘জেন ওয়াই’-এর কমবয়সি ব্যক্তি এবং 'জেন জেড'-এর বেশি বয়সি ব্যক্তিদের সন্তান। এই নতুন প্রজন্ম আগামী দিনে সারা বিশ্বে অর্থনীতি, সংস্কৃতি, সমাজব্যবস্থায় বড় বদল আনতে চলেছে। সমাজে বদল, জলবায়ু পরিবর্তন, বিশ্ব জনসংখ্যায় বদল, দ্রুততর নগরায়নের মতো সমস্যাগুলির মোকাবিলা করতে হবে 'জেনারেশন বিটা'-কে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছতে পারে এই ক্যান্সার, জেনে নিন কীভাবে প্রতিরোধ করবেন এই মহাবিপদ

সন্তান চাইছে না তরুণ প্রজন্ম - বিরামহীন উদ্বেগে ঢেকেছে যুব-মন, সরকার করেছে 'বিশ্বাসঘাতকতা'

গ্রাস করছে হতাশা, অন্য পেশায় ঝুঁকছে কুমোরদের পরবর্তী প্রজন্ম