শেষ ওভারে রান আউট হলেন, ১৮ রানে ম্যাচ জিতল সিএসকে। কাজে এল না রাসেল, কামিন্সের লড়াই।
IPL Live Update- টানা তৃতীয় ম্যাচ হার কেকেআরের, ১৮ রানে ম্যাচ জিতল সিএসকে

আজ আইপিএলের দ্বিতীয় মেগা ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। একদিকে প্রথম ম্যাচ হায়দরবাদের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করলেও, মুম্বই ও আরসিবির বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ হারতে হয়েছে ইয়ন মর্গ্যানের দলকে। অপরদিকে ঠিক উল্টো পরিস্থিতি সিএসকে শিবিরে। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে হারতে হলেও পঞ্জাব ও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে ভালো জায়গায় রয়েছে এমএস ধোনির দল। আজকের ম্য়াচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কেকেআর।
রান আউট প্রসিদ্ধ কৃষ্ণা, ১৮ রানে ম্যাচ জিতল সিএসকে
৬ বলে কেকেআরের দরকার ২০ রান, হাতে ১ উইকেট
শেষ ওভারে কেকেআরের দরকার ২০ রান। হাতে এক উইকেট। ভরসা কামিন্স।
১২ বলে কেকেআরের দরকার ২৮ রান
লড়াই করছেন কামিন্স। ১২ বলে জয়ের জন্য কেকোরের দরকার ২৮ রান। হাতে ২ উইকেট।
অর্ধশতরান প্যাট কামিন্সের
২৩ বলে অর্ধশতরান করলেন কামিন্স। ৩টি চার ৫ছয়ে সাজানো তার ইনিংস।
আউট নাগোরকোটি, ১৭ ওভার শেষে কেকেআর ১৮০, ৮ উইকেটে
আউট নাগোরকোটি, ১৭ ওভার শেষে কেকেআর ১৮০, ৮ উইকেটে
স্যাম কারনকে ১ ওভারে ৩০ রান মারলেন কামিন্স
১৬ তম ওভারে স্যাম কারনকে ৪টি ছ্ক্কা ও একটি চার সহ ৩০ রান মারলেন প্যাট কামিন্স। ১৬ ওভার শেষে কেকেআর ১৭৬ রানে ৭ উইকেট।
আউট দীনেশ কার্তিক, ১৫ ওভার শেষে কেকেআর ১৪৬ রানে ৭ উইকেট
৪০ রান করেএনগিডির বলে আউট দীনেশ কার্তিক। ১৫ ওভার শেষে কেকেআর ১৪৬ রানে ৭ উইকেট।
আউট আন্দ্রে রাসেল
২২ বলে ৫৪ রানের ইনিংস খেলে স্যাম কারনের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।
২১ বলে হাফ সেঞ্চুরি রাসেলের
২১ বলে হাফ সেঞ্চুরি রাসেলের। ৩টি চার ৬টি ছয়ে সাজানো তার ইনিংস।
/p>
১০ ওভার শেষে কেকেআর ৯৭
১০ ওভার শেষে কেকেআর ৯৭। রাসেল ৪৭ ও ডিকে ১৮ নট আউট।
ঝোড়ো অর্ধশকরানের পার্টনারশিপ
ঝোড়ো অর্ধশকরানের পার্টনারশিপ। রাসেল নট আউট ১৫ বলে ৪১।
৮ ওভার শেষে কেকেআর ৬৬ রানে ৫ উইকেট
নেমেই ঝোড়ো ইনিংস খেলছেন রাসেল। ৮ ওভার শেষে কেকেআর ৬৬ রানে ৫ উইকেট
৬ ওভার শেষে কেকেআর ৪৫ রানে ৫ উইকেট
৬ ওভার শেষে কেকেআর ৪৫ রানে ৫ উইকেট। নেমেই দুটি চার ও একটি ছয় মারলেন রাসেল।
আউট রাহুল ত্রিপাঠি
পঞ্চম ওভারে এনগিডির বলে আউট হলেন রাহুল ত্রিপাঠি। ৮ রান করলেন তিনি। কেকেআর ৩১ রানে ৫ উইকেট।
চতুর্থ উইকেট দীপক চাহরের, আউট সুনীল নারিন
ফের উইকেট পতন কেকেআরের। চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেট পেলেন দীপক চাহার। আউট হলেন নারিন।
তৃতীয় উইকেট দীপক চাহারের, আউট মর্গ্যান
তৃতীয় উইকেট দীপক চাহারের, আউট কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান।
তৃতীয় ওভারে আউট নীতিশ রানা
তৃতীয় ওভারে আউট নীতিশ রানা। ৯ রান করে দীপক চাহারের বলে আউট হন তিনি।
দ্বিতীয় ওভারে এল ৯ রান
স্যাম কারনের দ্বিতীয় ওভারে ৯ রান নিল কেকেআর। ২ ওভার শেষে ১ উইকেটে ১৪। ব্য়াট করছেন রাহুল ত্রিপাঠি ও নীতিশ রানা।
প্রথম ওভারেই আউট শুভমান গিল
প্রথম ওভারেই খাতা না খুলে দীপক চাহারের বলে আউট হলেন শুভমান গিল।
শেষ ওভারে ৩টি ছক্কা, কেকেআরকে ২২০ রানের টার্গেট দিল সিএসকে
শেষ ওভারে ৩টি ছক্কা, কেকেআরকে ২২০ রানের টার্গেট দিল সিএসকে। ৯৫ রানে নট আ্রউট থাকলেন ফাফ ডুপ্লেসি।