11:22 PM (IST) Apr 21

রান আউট প্রসিদ্ধ কৃষ্ণা, ১৮ রানে ম্যাচ জিতল সিএসকে

শেষ ওভারে রান আউট হলেন, ১৮ রানে ম্যাচ জিতল সিএসকে। কাজে এল না রাসেল, কামিন্সের লড়াই।

11:17 PM (IST) Apr 21

৬ বলে কেকেআরের দরকার ২০ রান, হাতে ১ উইকেট

শেষ ওভারে কেকেআরের দরকার ২০ রান। হাতে এক উইকেট। ভরসা কামিন্স।

11:10 PM (IST) Apr 21

১২ বলে কেকেআরের দরকার ২৮ রান

লড়াই করছেন কামিন্স। ১২ বলে জয়ের জন্য কেকোরের দরকার ২৮ রান। হাতে ২ উইকেট।

11:06 PM (IST) Apr 21

অর্ধশতরান প্যাট কামিন্সের

২৩ বলে অর্ধশতরান করলেন কামিন্স। ৩টি চার ৫ছয়ে সাজানো তার ইনিংস।

11:04 PM (IST) Apr 21

আউট নাগোরকোটি, ১৭ ওভার শেষে কেকেআর ১৮০, ৮ উইকেটে

আউট নাগোরকোটি, ১৭ ওভার শেষে কেকেআর ১৮০, ৮ উইকেটে

10:58 PM (IST) Apr 21

স্যাম কারনকে ১ ওভারে ৩০ রান মারলেন কামিন্স

১৬ তম ওভারে স্যাম কারনকে ৪টি ছ্ক্কা ও একটি চার সহ ৩০ রান মারলেন প্যাট কামিন্স। ১৬ ওভার শেষে কেকেআর ১৭৬ রানে ৭ উইকেট। 

Scroll to load tweet…

10:52 PM (IST) Apr 21

আউট দীনেশ কার্তিক, ১৫ ওভার শেষে কেকেআর ১৪৬ রানে ৭ উইকেট

৪০ রান করেএনগিডির বলে আউট দীনেশ কার্তিক। ১৫ ওভার শেষে কেকেআর ১৪৬ রানে ৭ উইকেট।

10:34 PM (IST) Apr 21

আউট আন্দ্রে রাসেল

২২ বলে ৫৪ রানের ইনিংস খেলে স্যাম কারনের বলে আউট হলেন আন্দ্রে রাসেল।

10:32 PM (IST) Apr 21

২১ বলে হাফ সেঞ্চুরি রাসেলের

২১ বলে হাফ সেঞ্চুরি রাসেলের। ৩টি চার ৬টি ছয়ে সাজানো তার ইনিংস।

Scroll to load tweet…

/p>

10:28 PM (IST) Apr 21

১০ ওভার শেষে কেকেআর ৯৭

১০ ওভার শেষে কেকেআর ৯৭। রাসেল ৪৭ ও ডিকে ১৮ নট আউট।

10:25 PM (IST) Apr 21

ঝোড়ো অর্ধশকরানের পার্টনারশিপ

ঝোড়ো অর্ধশকরানের পার্টনারশিপ। রাসেল নট আউট ১৫ বলে ৪১।

10:15 PM (IST) Apr 21

৮ ওভার শেষে কেকেআর ৬৬ রানে ৫ উইকেট

নেমেই ঝোড়ো ইনিংস খেলছেন রাসেল। ৮ ওভার শেষে কেকেআর ৬৬ রানে ৫ উইকেট

10:07 PM (IST) Apr 21

৬ ওভার শেষে কেকেআর ৪৫ রানে ৫ উইকেট

৬ ওভার শেষে কেকেআর ৪৫ রানে ৫ উইকেট। নেমেই দুটি চার ও একটি ছয় মারলেন রাসেল।

10:04 PM (IST) Apr 21

আউট রাহুল ত্রিপাঠি

পঞ্চম ওভারে এনগিডির বলে আউট হলেন রাহুল ত্রিপাঠি। ৮ রান করলেন তিনি। কেকেআর ৩১ রানে ৫ উইকেট।

10:02 PM (IST) Apr 21

চতুর্থ উইকেট দীপক চাহরের, আউট সুনীল নারিন

ফের উইকেট পতন কেকেআরের। চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেট পেলেন দীপক চাহার। আউট হলেন নারিন।

10:00 PM (IST) Apr 21

তৃতীয় উইকেট দীপক চাহারের, আউট মর্গ্যান

তৃতীয় উইকেট দীপক চাহারের, আউট কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। 

09:53 PM (IST) Apr 21

তৃতীয় ওভারে আউট নীতিশ রানা

তৃতীয় ওভারে আউট নীতিশ রানা। ৯ রান করে দীপক চাহারের বলে আউট হন তিনি।

09:46 PM (IST) Apr 21

দ্বিতীয় ওভারে এল ৯ রান

স্যাম কারনের দ্বিতীয় ওভারে ৯ রান নিল কেকেআর। ২ ওভার শেষে ১ উইকেটে ১৪। ব্য়াট করছেন রাহুল ত্রিপাঠি ও নীতিশ রানা।

09:38 PM (IST) Apr 21

প্রথম ওভারেই আউট শুভমান গিল

প্রথম ওভারেই খাতা না খুলে দীপক চাহারের বলে আউট হলেন শুভমান গিল।

09:22 PM (IST) Apr 21

শেষ ওভারে ৩টি ছক্কা, কেকেআরকে ২২০ রানের টার্গেট দিল সিএসকে

শেষ ওভারে ৩টি ছক্কা, কেকেআরকে ২২০ রানের টার্গেট দিল সিএসকে। ৯৫ রানে নট আ্রউট থাকলেন ফাফ ডুপ্লেসি।

Scroll to load tweet…