জেতা ম্য়াচ মুম্বইকে উপহার দিল কেকেআর। ১০ রানে ম্যাচ জিতল মুম্বই।
- Home
- Sports
- Cricket
- IPL Live Update- মুম্বইয়ের কাছে হারের হ্যাটট্রিক কেকেআরের, বলে নায়ক, ব্যাটে খলনায়ক রাসেল
IPL Live Update- মুম্বইয়ের কাছে হারের হ্যাটট্রিক কেকেআরের, বলে নায়ক, ব্যাটে খলনায়ক রাসেল

প্রথম ম্যাচে জয় পেয়েছে কেকেআর। হায়দরাবাদের বিরুদ্ধে ১০ রানে জয় পেয়েছিল ইয়ন মর্গ্যানের দল। অপরদিকে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আজ মেগা ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়েপ সিদ্ধান্ত নিয়েছে কেকেআর। ব্য়াটিং করছে মুম্বই ইন্ডিয়ান্স।
১০ রানে হার কেকেআরের
আউট প্যাট কামিন্স
এসেই বোল্টের বলে বোল্ড প্যাট কামিন্স।
আউট রাসেল
ফের ব্যর্থ রাসেল। ১৫ বলে ৯ রান করে আউট হলেন তিনি।
মাত্র ৪ রান দিলেন বুমরা, কেকেআরের শেষ ওভারে দরকার ১৫
মাত্র ৪ রান দিলেন বুমরা, কেকেআরের শেষ ওভারে দরকার ১৫।
২ ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার ১৯ রান
১৮ তম ওভারে মাত্র ৪ রান দিলেন ক্রুণাল পান্ডিয়া। ২ ওভারে কেকেআরের জয়ের জন্য দরকার ১৯ রান
১৭ ওভার শেষে কেকেআর ১৩১ রানে ৫ উইকেট
লাগাতার উইকেট হারিয়ে চাপ বেড়েছে কেকেআরের উপর। ১৭ ওভার শেষে কেকেআর ১৩১ রানে ৫ উইকেট। ৩ ওভারে দরকার ২২ রান।
আউট শাকিব আল হাসান
ক্রুনাল পান্ডিয়ার বলে আউট শাকিব। ৯ রান করলেন তিনি। ১২২ রানে ৫ উইকেট কেকেআর।
আউট রানা, ৪ উইকেট রাহুল চাহারের
ফের চতুর্থ ওভারে চতুর্থ উইকেট রাহুল চাহারের। ৫৭ রান করে স্টাম্প আউট হলেন নীতিশ রানা। ১৫ ওভার শেষে কেকেআর ১২২ রানে ৪ উইকেট।
তৃতীয় উইকেট রাহুল চাহরের, আউট মর্গ্যান
পরপর তিন ওভারে তিন উইকেট নিলেন রাহুল চাহার। ৭ রান করে আউট হলেন মর্গ্যান।
লাগাতার দ্বিতীয় হাফ সেঞ্চুরি রানার
হায়দরাবাদের পর মুম্বইয়ের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করলেন নীতিশ রানা। ৪০ বলে করলেন অর্ধশতরান।
১১ ওভার শেষে ৮৫ রানে ২ উইকেট কেকেআর
ফেরে রাহুল চাহারের সফল ওভার। ত্রিপাঠীকে আউট করলেন তিনি। ১১ ওভার শেষে ৮৫ রানে ২ উইকেট কেকেআর
আউট রাহুল ত্রিপাঠী
আউট রাহুল ত্রিপাঠী। ৫ রান করে রাহুল চাহারের বলে আউট হলেন তিনি।
১০ ওভার শেষে কেকের ৮১ রানে ১ উইকেটে
১০ ওভার শেষে কেকেআরের স্কোর ৮১ রানে ১ উইকেট, ব্যাট করছেন নীতিশ রানা ও রাহুল ত্রিপাঠী।
আউট শুভমান গিল
৯বম ওভারে রাহুল চাহারকে একটি ছক্কা হাকানোর পরই আরও একটি ছয় মারতে গিয়ে আউট হলেন শুভমান গিল। ৩৩ রান করলেন তিনি।
অষ্টম ওভারে পোলর্ডকে চার-ছক্কা মারলেন রানা
পোলার্ডের অষ্টন ওভারে ১২ রান নিলেন রানা। একটি ছক্কা ও একটি তার মারলেন তিনি। ৮ ওভার শেষে কেকেআর ৬২ রান বিনা উইকেটে।
পাওয়াপ প্লে-র শেষ ওভা্রে ৩টি চার মারলেন গিল
পাওয়ার প্লের শেষ ওভারে ৩টি চার মারলেন শুভমান গিল। ৬ ওভারে কেকেআর বিনা উইকেটে ৪৫।
৪ ওভার শেষে কেকেআর ২৮
বুমররা ওভারে একটি তার মারলেন রানা ও একটি চার মারলেন গিল। ৪ ওভার শেষে কেকেআর ২৮।
তৃতীয় ওভারে বোল্টকে অ্যাটাক রানার
তৃতীয় ওভারে বোল্টকে একটি ছক্কা ও একটি চার মারলেন নীতিশ রানা। ৩ ওভার শেষে কেকেআর ১৯ বিনা উইকেটে।
দ্বিতীয় ওভারেও এল ৪ রান
দ্বিতীয় ওভারেও এল ৪ রান। ২ ওভার শেষে কেকেআর ৮।
প্রথম ওভার শেষে কেকেআর ৪
প্রথম ওভারের প্রথম বলেই চার মারেন নীতিশ রানা। তারপর সামলে খেলেন গোটা ওভার। ওভার শেষে কেকেআর ৪।