৪ ম্যাচ পর জয়ে ফিরল কেকেআর, পঞ্জাবকে হারাল ৫ উইকেটে। ১৬ ওভার ৪ বলেই জয়ের লক্ষ্যে পৌছে যায় কেকেআর। সর্বোচ্চ ৪৭ রান করলেন মর্গ্যান।
IPL Live Update- রানে ফিরলেন ক্য়াপ্টেন মর্গ্যান, জয়ে ফিরল কেকেআর

আজ আইপিএলে ফের মাঠে নামছে কলকাতা নাইটরাইডার্স। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। পরপর ৪টি ম্যাচ হেরে বর্তমানে লিগ টেবিলের 'লাস্ট বয়' ইয়ন মর্গ্যানের দল। অপরদিকে, পরপর তিন ম্যাচ হারের পর মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে কেএল রাহুলের দল। ৫ ম্য়াচে ২টি জয় নিয়ে লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে পঞ্জাব। ফলে শেষ চারে ওঠার রাস্তা জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের সরণিতে ফিরতেই হবে কেকেআরকে। অপরদিকে, নাইটদের হারিয়ে লিগ টেবিলের আরও উপরে উঠতে মরিয়া পঞ্জাব কিংস।
৪ ম্যাচ পর জয়ে ফিরল কেকেআর, পঞ্জাবকে হারাল ৫ উইকেটে
১৫ ওভার শেষে কেকেআর ১০২
১৫ ওভার শেষে কেকেআর ১০২ রানে ৫ উইকেট। ব্য়াট করছেন কার্তিক ও মর্গ্যান।
আউট আন্দ্রে রাসেল
আউট আন্দ্রে রাসেল। ১০ রান করে রান আউট হলেন ক্যারেবিয়ান তারকা।
১২ ওভারে ৮৮ রানে ৪ উইকেট কেকেআর
১২ ওভারে ৮৮ রানে ৪ উইকেট কেকেআর। ব্য়াট করছেন মর্গ্যান ও রাসেল।
আউট নীতিশ রানা
আউট নীতিশ রানা। ৪১ রান করে দীপক হুডার বলে আউট রাহুল ত্রিপাঠি।
/p>
১০ ওভারে ৭৬ রানে ৩ কেকেআর
১০ ওভারে ৭৬ রানে ৩ কেকেআর, ৫০ রানের পার্টনারশিপ করলেন মর্গ্যান ও ত্রিপাঠি।
জর্ডানকে এক ওভারে তিনটি চার
জর্ডানকে এক ওভারে তিনটি চার মারলেন ত্রিপাঠি ও মর্গ্যান। ৮ ওভার শেষে কেকেআর ৫৯ রানে ৩ উইকেট।
পাওয়ার প্লে শেষে কেকেআর ৪৬ রানে ৩ উইকেট
পাওয়ার প্লে শেষে কেকেআর ৪৬ রানে ৩ উইকেট। পার্টনারশিপ গড়ছেন মর্গ্যান ও ত্রিপাঠি।
৪ ওভার শেষে ২৭ রানে ৩ উইকেট কেকেআর
৪ ওভার শেষে ২৭ রানে ৩ উইকেট কেকেআর। ব্যাট করছেন মর্গ্যান ও ত্রিপাঠি।
আউট সুনীল নারিন
আউট সুনীল নারিন। অর্শদীপ সিংয়ের বলে বড় শট মারতে গিয়ে ক্যাচ আউট হন নারিন। অনবদ্য ক্যাচ ধরেন রবি বিষ্ণোই।
আউট শুভমান গিল
আউট নীতিশ রানা। দ্বিতীয় ওভারে ৯ রান করে মহম্মদ শামির বলে আউট হলেন শুভমান গিল।
প্রথম ওভার শেষে কেকেআর ৫ রানে ১ উইকেট
প্রথম ওভার শেষে কেকেআর ৫ রানে ১ উইকেট। ব্য়াট করছেন গিল ও ত্রিপাঠি।
প্রথম ওভারেই আউট নীতিশ রানা
প্রথম ওভারেই আউট নীতিশ রানা। মোসার্স হেনরিকসের বলে খাতা না খুলেই আউট হলেন রানা।
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করল পঞ্জাব
২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করল পঞ্জাব। কেকেআরের টার্গেট ১২৪।
১৮ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট জর্ডান
১৮ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট জর্ডান। প্রসিদ্ধ কৃষ্ণাকে সেষ ওভারে ৩ বলে দুটি ছয় মারার পর চতুর্ত বলে বোল্ড হন জর্ডান।
১৯ ওভার শেষে পঞ্জাব ১০৯ রানে ৮ উইকেট
১৯ ওভার শেষে পঞ্জাব ১০৯ রানে ৮ উইকেট। ব্য়াট করছেন মহম্মদ শামি ও ক্রিস জর্ডান।
আউট রবি বিষ্ণোই
আউট রবি বিষ্ণোই। প্যাট কামিন্সের বলে ১ রান করে আউট হলেন তিনি।
আউট শাহরুখ খান
আউট শাহরুখ খান। প্রসিদ্ধ কৃষ্ণার বলে ১৩ রান করে আউট হললেন তিনি।
১৭ ওভার শেষে ৯৫ রানে ৬ উইকেট পঞ্জাবোো
১৭ ওভার শেষে ৯৫ রানে ৬ উইকেট পঞ্জাবোো। ব্যাট করছেন জর্ডান ও শাহরুখ।
১৫ ওভার শেষে পঞ্জাব ৮২ রানে ৬ উইকেট
১৫ ওভার শেষে পঞ্জাব ৮২ রানে ৬ উইকেট।