সংক্ষিপ্ত

  • নিম্নচাপ এখন দক্ষিণ ঝাড়খন্ডে রয়েছে
  • কলকাতা সহ দক্ষিণ বঙ্গে হালকা মাঝারি বৃষ্টি
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা 
  •  কলকাতার তাপমাত্রা খুব একটা বাড়বে না 
     


 রাত পেরোলেই ঝমঝমিয়ে বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা। যদিও সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা থাকায় ভ্যাপসা গরম। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় শুরু হবে মুষলধারায় ভারী বৃষ্টি। উল্লেখ্য, এদিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই  কলকাতার তাপমাত্রা খুব একটা বাড়বে না। 

আৎও পড়ুন, ত্রিপল চুরি কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু, FIR খারিজের আবেদন নাকচে বাড়ল অস্বস্তি 

 

 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্যায় জানিয়েছেন, 'নিম্নচাপ এখন দক্ষিণ ঝাড়খন্ডে অবস্থান করছে। নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। এর ফলে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে। শুধু পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে। আগামীকাল পশ্চিমের জেলা সঙ্গে দুই ২৪ পরগনাতে ভারী বৃষ্টি হবে। ১৬ ও ১৭ মুর্শিদাবাদ ও নদিয়াতে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের আগামী ৫ দিন বজ্রপাতের সঙ্গে মাঝারি বৃষ্টি হবে। ১৪ তারিখ দার্জিলিং, কালিংপংয়ে ভারী বৃষ্টি হবে। তবে কলকাতার তাপমাত্রা খুব একটা বাড়বে না। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩  ডিগ্রি সেলসিয়ার্স এবং সর্বোনিম্ন তাপমাত্রা ২৭  ডিগ্রি সেলসিয়ার্সের আশেপাশে থাকবে।'

আরও পড়ুন, পেট পুরে খেল 'যশ' বিধ্বস্ত সুন্দরবনবাসী, ত্রাণ পাঠাল রাজ্যের ৩ কলেজ, দেখুন ছবি 

 


অপরদিকে আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেটিরিওলজিক্যাল   ডিপার্টমেন্ট  জানিয়েছে চলতি বছরে  মে মাসে সারা দেশে ১০৭.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা বিগত বছরের তুলনায় ৭৪ শতাংশ বেশি।  মে মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬২ মিলিমিটার। আইএমডি আরও জানিয়েছে, চলতি বছরে গ্রীষ্মের তিন মাস উত্তরভারতে পশ্চিমা ঝঞ্ঝার পরিমাণ অন্যান্য বছরগুলির তুলনায় অনেকটাই বেশি ছিল। এই পশ্চিমা ঝঞ্জার কারণেই ঘূর্ণিঝড় তৈরি হয়, যা মধ্য এশিয়া পেরিয়ে  উত্তর ভারতে আঘাত করে।