সংক্ষিপ্ত

  • গুজবে কান দেবেন না, শান্ত থাকার চেষ্টা করুন
  • পর্যাপ্ত পরিমানে পানীয় জলের ব্য়বস্থা রাখুন
  • রোজকার প্রয়োজনীয় ওষুধ বাড়তি কিনে রাখুন
  • আবহাওয়ার যাবতীয় খবর খেয়াল রাখুন
     

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘন্টার মধ্য়েই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আরও কাছে আসবে 'বুলবুল'। শনিবার সকালে রাজ্য়ে এই ঝড়়ের আছড়ে পড়ার সম্ভবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে শনিবার ও রবিবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে  কলকাতাতে অপেক্ষাকৃত কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা। শুক্রবার থেকেই সমুদ্রোপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ আরও বাড়বে এবং  বৃষ্টিও শুরু হবে। এর প্রভাব পড়বে উত্তর ওড়িশার উপকূলেও। তাই, ক্ষয়ক্ষতির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। এ রাজ্যের দিঘা, মন্দারমণি, শঙ্করপুর এবং বকখালিতে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তাই এই মুহূর্তে,  ঝড় শুরুর আগে এবং ঝড় চলাকালীন সময়ের জন্য় কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিন। 

আরও পড়ুন, দিদির কাছে শোভন, বিজেপির সঙ্গে সখ্য়তা বাড়ালেন রত্না

ঝড় শুরুর আগে গুরুত্বপূর্ণ বিষয় গুলি নজরে রাখুন-

কীকী করবেন-

১। যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন। 
২। সংবাদমাধ্য়মে আবহাওয়ার যাবতীয় খবর খেয়াল রাখুন।
৩। সমস্ত দরকারি কাগজ প্লাসটিক ব্য়াগে তুলে রাখুন।
৪। রোজকার প্রয়োজনীয় ওষুধ বাড়তি কিনে রাখুন।
৫। বাড়ির সব মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন।
৬। মোমবাতির ব্য়বস্থা রাখুন, হ্য়ারিকেনে তেল ভরে নিন।
৭। পর্যাপ্ত পরিমানে পানীয় জলের ব্য়বস্থা রাখুন।
৮। ব্য়াটারি দেওয়া রেডিওর ব্য়বস্থা রাখুন।

আরও পড়ুন, প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেন, শোকস্তব্ধ সাহিত্য মহল

কীকী করবেন না- 

১। গুজবে কান দেবেন না।
২। ধারালো কোনও ধাতব জিনিস খোলা ফেলে রাখবেন না।
৩। বাড়ির পোষ্য়কে বেধেঁ রাখবেন না।
৪। বাড়ির ছোট বাচ্চাদের ছেড়ে রাখবেন না।
৫। ফ্রিজে খাবার জমিয়ে রাখবেন না।


ঝড় চলাকালীন যে বিষয় গুলি মেনে চলবেন-

১। ঝড় চলাকালীন বাড়ির মেইন সুইচ অফ করে দিন।
২। বৈদ্য়তিক যাবতীয় সামগ্রী সাবধানে রাখুন।
৩। বাড়ির সমস্ত দরজা-জানালা বন্ধ রাখুন।
৪। সরকারী নিষেধাজ্ঞা মেনে চলুন।
৫। ঝড় চলাকালীন বিপদজনক বাড়ির কাছ থেকে সরে দাড়ান।
৬। ভেঙে যাওয়া বৈদ্য়তিক বাতির পোষ্ট থেকে দূরে থাকুন।
৭। যতটা সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিন।

আরও পড়ুন, জয়েন্টের প্রশ্ন বাংলায় হোক চাননি, ভাষার নামে বিভাজন করছেন মমতা

মাঝিদের জন্য় সতর্কবার্তা-

১। মাঝ সমুদ্রে যাবেন না।
২। অবশ্য়ই সঙ্গে রেডিও রাখুন।
৩। নৌকা নিয়ে নিরাপদ স্থানে চলে আসুন।