আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে এবং অভয়ার আত্মার শান্তি কামনা করে গণতর্পণ করা হয় আর এস এস-এর পক্ষ থেকে নদিয়ার ফুলিয়া বয়রা ঘাটে। সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল এই ঘাটে। অভয়ার পাশাপাশি বাংলাদেশে নিহত হিন্দুদের আত্মার শান্তির জন্য গণতর্পণ করা হয়।