সংক্ষিপ্ত
ফোলা গাল, ডবল চিন সব সময় ব্যাঘাত দেয় সৌন্দর্যে। কিন্তু, মেদ কমাবো বললেই হল না। মেদ কমানো এত সহজ নয়। কঠিন নিয়ম মেনে চলা, ডায়েট, এক্সারসাইজ সবই করতে হয় এর জন্য। কিন্তু, এতে যে চলজলদি মেদ কমে এমনও নয়। এবার কৌশল করে ঢেকে ফেলুন ডবল চিন।
বাড়তি মেদ নিয়ে সকলেই চিন্তিত। তা সে হাতের মেদ হোক কিংবা পায়ের। ভুড়ি যেমন সব সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়, তেমনই শরীরে অন্যান্য অংশের মেদই সমস্যা তৈরি করে। ফোলা গাল, ডবল চিন সব সময় ব্যাঘাত দেয় সৌন্দর্যে। কিন্তু, মেদ কমাবো বললেই হল না। মেদ কমানো এত সহজ নয়। কঠিন নিয়ম মেনে চলা, ডায়েট, এক্সারসাইজ সবই করতে হয় এর জন্য। কিন্তু, এতে যে চলজলদি মেদ কমে এমনও নয়। এবার মেদ কমাতে মেনে চলুন একটি চটকদারি টোটকা। কৌশল করে ঢেকে ফেলুন ডবল চিন। জেনে নিন কী করবেন।
পোশাক কেমন পরবেন, তাও ওপর ফুটে ওঠে আপনার চেহারা। আপনার যদি ডবল চিন থাকে তাহলে এমন পোশাক পরুন, যাতে তা সকলের চোখে না আসে। নেকলাইন, কলারবোন দেখানো একটা স্টাইল। কিন্তু, ডবল চিন থাকলে এই পথে না হাঁটাই ভালো। গলার দেখা যাবে এমন পোশাক পরবেন না। স্কুপ নেট টপ না পরাই ভালো। এতে গলা বেশি দেখা যাবে। কলার দেওয়ার টপ বেছে নিন। এতে আপনার গলা সহজে কারও চোখে আসবে না।
হেয়ার স্টাইল করুন বিশেষ গুরুত্ব দিয়ে। হেয়ার স্টাইলের ওপর নির্ভর করে আপনার ডবল চিন কতটা দেখা যাবে। ডবল চিন থাকলে চুল বড় করুন। চুল যেন কাঁধ পর্যন্ত থাকে। ছোট চুলে আরও দেখা যাবে ডবল চিন। তাই হেয়ার কাট করুন সঠিক ভাবে।
মেকআপের সাহায্যে সমাধান করতে পারেন এই সমস্যার। মেকআপের সময় গাল ও চোখ হাইলাইট করুন। তাহলে আপনার ডবল চিন সহজে কারও চোখে পড়বে না। তবে, অনুষ্ঠানের কথা মাথায় রেখে মেকআপ করবেন। ডবল চিন ঢাকতে হবে বলে, দিনের বেলা চড়া মেকআপ করে ফেললেন, এমন করবেন না যেন।
চিবুক আড়াল করতে গাঢ় লিপস্টিক লাগান। এই টোটকা বেশ উপকারী। লাল, মেরুন, রানি কিংবা খয়েরি রঙের লিপস্টিক লাগাতে পারেন। এতে সহজে কারও চোখ আপনার চিবুকের দিকে যাবে না। তবে, যাদের ডবল চিনের সমস্যা আছে, তারা ভুলেও হালকা গোলাপি, হালকা খয়েরি রঙের লিপস্টিক না পড়াই ভালো। এতে সহজে চোখে পড়বে ডবল চিনের সমস্যা। তবে, এই সমস্যা পুরোপুরি দূর করতে চাইলে নিয়মিত এক্সারসাইজ করুন। এতে উপকার পাবেন।
আরও পড়ুন- গভীর রাতের ভয়ানক স্বপ্ন কিসের ইঙ্গিত জানেন, সতর্ক না হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে বিপদ
আরও পড়ুন- আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে অ্যাস্থমার সমস্যা, মুক্তি পেতে মেনে চলুন ঘরোয়া উপায়
আরও পড়ুন- মানসিক সুস্বাস্থ্য বজায় রাখতে মেনে চলুন এই ১০ টোটকা, মন থাকবে সতেজ ও ফুরফুরে