- Home
- Lifestyle
- Fashion and Beauty
- রাসায়নিক যুক্ত রঙের বদলে হেনা ব্যবহার করছেন? আদৌ কি ভালো থাকছে চুল? জেনে নিন হেনা ব্যবহারে কী ক্ষতি হতে পারে।
রাসায়নিক যুক্ত রঙের বদলে হেনা ব্যবহার করছেন? আদৌ কি ভালো থাকছে চুল? জেনে নিন হেনা ব্যবহারে কী ক্ষতি হতে পারে।
হেনা চুলের জন্য উপকারী হলেও, ঘন ঘন ব্যবহারে চুল শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর হয়ে যেতে পারে। জেনে নিন হেনা ব্যবহার করলে কী কী ক্ষত হতে পারে।
- FB
- TW
- Linkdin
পাকা চুল ঢাকতে রং-ই ভরসা। কিংবা চুলের স্টাইল করতে রং না করালেই নয়। এই সব করতে গিয়ে সকলেই ভরসা করে থাকেন।
আবার অনেকে চুলের স্বাস্থ্যের কথা ভেবে হেনা করেন। হেনা করলে একদিয়ে যেমন পাকা চুল ঢাকা যায়। তেমনই চুলে একটা লালচে রং আসে।
মেহেন্দি গাছের পাতা থেকে চুলের জন্য তৈরি করা হয় হেনা। কিন্তু, নিজে বাড়িতে এই হেনা বানানো ঝক্কির। সে কারণে সকলেই প্যাকেটজাত হেনা কিনে থাকেন।
প্রকৃতির জিনিসের ওপর ভরসা করে সকলেই হেনা করেন। তবে, হেনা কি আদৌ নিরাপদ? ঘন ঘন মাথায় হেনা করলেও হতে পারে একাধিক ক্ষতি। চুলের মান খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। জেনে নিন হেনা থেকে চুলের কী ক্ষতি হয়।
চুল অধিক শুষ্ক করে দেয় হেনা। ঘন ঘন হেনা ব্যবহার করলে চুল শুষ্ক হয়ে যায়। এমনকী, চুলের ডগা চেরার সমস্যা দেখা যায় এই কারণে।
চুলের ধরন বদলে যেতে পারে হেনা ব্যবহারে। নিয়মিত হেনা ব্যবহার করলে চুল খসখসে এবং ভঙ্গুক হয়ে যায়। কন্ডিশনার বা সিরাম ছাড়া আঁচড়ালে চুল বেশি ওঠে।
হেনার নিজস্ব রং থাকে। কিন্তু, তা বেশি দিন স্থায়ী হয় না। ধীরে ধীরে রং ফিকে হয়ে যায়। তা ছাড়া হেনা করলে কমলা বা লালচে বর্ণ ধারণ করে।
চুলের গোড়া দুর্বল হয়ে যায়। অন্তত এক ঘন্টা অপেক্ষা করতে হয় হেনা লাগিয়ে। যার ফলে ঠান্ডা লেগে যায়। আবার চুলের গোড়াও দুর্বল হয়ে যায়।
মাথার ত্বক স্পর্শকাতর হয়ে থাকে। তেমনই সবার ত্বক সমান নয়। মাথার ত্বকে অনেক সময় অস্বস্তি হয়। তাই আপনার ত্বকের উপযুক্ত হলেই ব্যবহার করুন।
এবার থেকে অধিক প্রয়োজন না হলে হেনা ব্যবহার করবেন না। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হলেও হেনা ব্যবহারে চুলের ক্ষতি হতে পারে। তাই সতর্ক হন।