সংক্ষিপ্ত

চুলের স্বাস্থ্য ভালো রাখতে তেলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি চুলের ময়েশ্চার বজায় রাখে, রুক্ষ্মতা দূর করে, শুষ্ক স্ক্যাল্পের সমস্যা থেকে মুক্তি দেয় এবং খুশকি দূর করতে সাহায্য করে। নিয়মিত তেল ব্যবহারে চুলের সাইন ও মান বৃদ্ধি পায়।

চুল ভালো রাখতে এক সময় শুধু মাত্র তেলের ওপর ভরসা করতেন অনেকেই। কিন্তু, এখন স্টাইল করতে গিয়ে অনেকেই একেবারে তেল ব্যবহার করেন না। তবে, জানেন কি চুলে তেল দেওয়া কতটা প্রয়োজন। রইল চুল ভালো রাখার বিশেষ টোটকা।

চুলে ময়েশ্চরের জোগান দেয় তেল। চুলের রুক্ষ্ম ভাব দূর করে তেমনই শুষ্ক স্ক্যাল্পের সমস্যা থেকে মুক্তি মিলবে।

চুলের মান ভালো করতে চাইলে নিয়ম করে তেল মাখুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন চুলে তেল লাগাতে পারেন। এতে চুল ভালো থাকবে।

স্টাইলিং করতে গিয়ে চুলে হিট দেওয়া হয়। এর কারণে চুলের ক্ষতি হয়। চুলের এই ক্ষতি থেকে মুক্তি পেতে তেল লাগান। এটি চুল ভালো রাখে।

খুশকি দূর করতেও তেল উপকারী। সারা বছর তো বটেই বিশেষ করে শীতের সময় অনেকে খুশকির সমস্যয়া ভোগেন। তারা তেল লাগান। মিলবে উপকার।

চুলে সাইন আনতে তেলের ভূমিকা অনস্বীকার্য। এটি চুল ভালো রাখে। মেনে চলুন এই টিপস। সপ্তাহে ২ থেকে ৩ দিন চুলে লাগাতে পারেন তেল।

চুল পড়া বন্ধ করতে লাগাতে পারেন তেল। তেল চুলের জন্য উপকারী। চুল পড়া বন্ধ করতে চাইলে লাগাতে পারেন নারকেল তেল। তেমনই অন্যান্য উপকারী তেল লাগাতে পারেন।

চুল ভালো রাখতে লাগাতে পারেন নারকেল তেল। তেমনই লাগাতে পারেন অলিভ অয়েল। চুলের জন্য উপকারী আমন্ড অয়েল, ক্যাস্টর অয়েল, টি ট্রি অয়েল। লাগাতে পারেন পিপারমেন্ট অয়েল, পিপারমেন্ট অয়েল-র মতো একাধিক তেল।