সংক্ষিপ্ত

শীতকালে পা ফাটা একটি সাধারণ সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে বিভিন্ন ঘরোয়া প্যাক ব্যবহার করা যেতে পারে, যেমন নারকেল তেল ও নুন, লেবুর রস ও শ্যাম্পু, অ্যালোভেরা, বেকিং সোডা, গ্লিসারিন, গোলাপ জল এবং নুন, মোম এবং সরিষার তেল।

পা ফাটার সমস্যায় জেরবার অবস্থা সকলের। শীতের সময় পা ফাটা নিয়ে ভুগে থাকেন প্রায় সকলে। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজে বের করা কঠিন। আজ রইল বিশেষ টিপস। যারা পা ফাটার সমস্যায় ভোগেন তারা মেনে চলুন এই টিপস। রইল কয়টি প্যাকের হদিশ। যা পায়ে লাগালে মিলবে উপকার। একবার ব্যবহারে দূর হবে পা ফাটার সমস্যা।

ঈষদুষ্ণ জলে নারকেল তেল দিন। তাতে মেশান নুন। এবার পা পরিষ্কার করে নিন। হয়ে গেলে এই জলে পা ডুবিয়ে রাখুন।

লেবুর রস ও শ্যাম্পু -র টোটকা। পাত্রে লেবুর রস নিন। তাতে মেশান শ্যাম্পু। এবার পায়ে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।

অ্যালোভেরার গুণে পা ফাটা দূর হবে। প্রথমে পা পরিষ্কার করে নিন। হয়ে গেলে তাতে অ্যালোভেরা জেল লাগান। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা লাগান। সারা রাত রেখে দিন।

বেকিং সোডার পেস্ট লাগালে মিলবে উপকার। প্রথমে পা পরিষ্কার করে নিন। হয়ে গেলে তাতে বেকিং সোডার পেস্ট। পাত্রে বেকিং সোডা নিন। তাতে জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তা পায়ে লাগান। ২০ মিনিট পর ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

নুন, গ্লিসারিন ও গোলাপ জলের ফুট মাস্ক ব্যবহার করুন। প্রথমে পা পরিষ্কার করে নিন। হয়ে গেলে তাতে এই প্যাক লাগান। পাত্রে গ্লিসারিন নিন। তাতে গোলাপ জল নিন। তাতে সামান্য নুন দিয়ে প্যাক বানান। এই প্যাক বানিয়ে পায়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

পা ফাটা দূর করতে ব্যবহার করতে পারেন মোম ও সরষের তেল। পাত্রে মোমবাতি গলিয়ে মোম বের করে নিন। এবার তাতে সরষির তেল মিশিয়ে নিন। প্রথমে পা পরিষ্কার করে নিন। হয়ে গেলে তাতে এই প্যাক লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর পা ঘষে ধুয়ে নিন।