সংক্ষিপ্ত

গরমে তৈলাক্ত ত্বক নিয়ে নাজেহাল অবস্থা হয় অনেকের। একদিকে ব্রণ, তার ওপর অধিক তেল তেলে ভাব। এর সঙ্গে কালো প্যাচ তো আছেই। ত্বকে এমন সমস্যা সমাধানে আমরা কত কী করে থাকি। তবে, এবার থেকে ত্বকের সমস্যা দূর করতে শুধু প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না। তৈলাক্ত ত্বক যাদের তারা মেনে চলুন বিশেষ টিপস। তৈলাক্ত ত্বকের যত্ন নিতে সব সময় এই পাঁচটি কাজ করবেন। 

সকলের ত্বকের ধরন আলাদা। কারও ত্বক শুষ্ক, তো কারও তৈলাক্ত। তার সঙ্গে সেনসিটিভ ত্বক তো আছেই। আমাদের সকলের ত্বকই একে অপরের থেকে আলাদা। তবে, সারা বছরই ত্বকের নানান সমস্যা চলতে থাকে। বিশেষ করে তৈলাক্ত ত্বকের। আজ টিপস রইল তৈলাক্ত ত্বক নিয়ে। গরমে এই ধরনের ত্বক নিয়ে নাজেহাল অবস্থা হয় অনেকের। একদিকে ব্রণ, তার ওপর অধিক তেল তেলে ভাব। এর সঙ্গে কালো প্যাচ তো আছেই। ত্বকে এমন সমস্যা সমাধানে আমরা কত কী করে থাকি। তবে, এবার থেকে ত্বকের সমস্যা দূর করতে শুধু প্রোডাক্ট ব্যবহার করলেই হবে না। তৈলাক্ত ত্বক যাদের তারা মেনে চলুন বিশেষ টিপস। তৈলাক্ত ত্বকের যত্ন নিতে সব সময় এই পাঁচটি কাজ করবেন। 

ক্লিনজিং করবেন অবশ্যই। ক্লিনজিং মিল্ক ব্যবহার করলে অনেকেই ত্বক আরও তেল তেলে লাগে। এই কারণে অনেকের ক্লিনজার দিতে চান না। এই ভুল করবেন না। প্রতিদিন ক্লিনজিং মিল্ক ব্যবহার করবেন। বাইরে থেকে ফিরে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা মাস্ট।  

স্ক্রাবিং করবেন অবশ্যই। ত্বকের উপযুক্ত স্ক্রাবার ব্যবহার করুন। স্ক্রাবার না দিলে রোমকূপে জমে থাকা নোংরা বের হবে না। চাইলে ঘরোয়া উপায় স্ক্রাবার ব্যবহার করতে পারেন। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বেসন দিয়ে স্ক্রাবার ব্যবহার করতে পারেন। তবে, নিয়মিত ক্রাবিং করবেন।  

সপ্তাহে ১ দিন ফেসপ্যাক ব্যবহার করুন। যদি ত্বক উজ্জ্বল করতে চান তাহলে অবশ্যই ফেসপ্যাক ব্যবহার করা দরকার। ত্বকের ধরন বুঝে ফেসপ্যাক কিনে ফেলুন। সেই ফেসপ্যাক ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল। ব্যবহার করতে পারেন চারকোল ফেসপ্যাক। কিংবা ব্যবহার করতে পারেন ফ্রুট ফেসপ্যাক। তৈলাক্ত ত্বকে উপযুক্ত যে কোনও একটি ফেসপ্যাক কিনলেই হল।

অ্যালকোহল ফ্রি টোনার ব্যবহার করবেন। তৈলাক্ত ত্বকের জন্য প্রয়োজন অ্যালকোহল মুক্তি টোনার। তা না হলে ত্বকের ক্ষতি হতে পারে। ত্বক আরও কালো দেখাবে। অ্যালকোহল ফ্রি টোনার ব্যবহার করুন। 

গরমে তৈলাক্ত ত্বক আরও তেল তেলে লাগে। সে কারণে ময়েশ্চরাইজার ব্যবহারের কথা অনেকেই একেবারে ভুলে যান। এই ভুল আর না করাই ভালো। ত্বক যতই তেলা দেখাক, রোজ অবশ্যই ময়েশ্চরাইজার ব্যবহার করুন। তা না হলে ত্বকের ক্ষতি হতে পারে। এবার থেকে মেনে চলুন এই টোটকা। 

আরও পড়ুন- বাড়তি রুটি ফেলে না দিয়ে প্যাক বানান, রইল রুটির তৈরি ফেসপ্যাকের হদিশ

আরও পড়ুন- কেন অল্প বয়সেই বাড়ছে হার্ট অ্যাটাকের প্রবণতা, কেকে-সহ এই সেলিব্রেটিদেরও মৃত্যু হয়েছে এভাবে

আরও পড়ুন- জামাই ষষ্ঠীতে পাঠান মজার মেসেজ, রইল ১০টি মজার শুভেচ্ছা বার্তার হদিশ