সংক্ষিপ্ত
শীতের মরশুম শেষে গরমের আমেজ একপ্রকার পড়ে গেছে তা বলাই বাহুল্য। আর গরমের দিনে ত্বকের সমস্যা একটা বিরাট সমস্যা। বিশেষ করে যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরা তো খুব বেশি করে ত্বকের সমস্যায় নাজেহাল হয়ে যান। একদিকে সূর্যের প্রখর তাপ তো অন্যদিকে প্যাচপ্যাচে ঘাম। এই দুইয়ের যন্ত্রনায় মুখের ত্বক একেবারে জেরবার। এই সমস্যা থেকে মুক্তি পেতে বানিয়ে ফেলুন স্ট্রবেরি ফেস স্ক্রাব ও পেঁপের তৈরি স্ক্রাব।
শীতের মরশুম শেষে গরমের আমেজ একপ্রকার পড়ে গেছে তা বলাই বাহুল্য। আর গরমের দিনে ত্বকের সমস্যা একটা বিরাট সমস্যা। বিশেষ করে যাঁদের তৈলাক্ত ত্বক তাঁরা তো খুব বেশি করে ত্বকের সমস্যায় নাজেহাল হয়ে যান। একদিকে সূর্যের প্রখর তাপ তো অন্যদিকে প্যাচপ্যাচে ঘাম। এই দুইয়ের যন্ত্রনায় মুখের ত্বক একেবারে জেরবার। অনেকেই রোদের তাপ থেকে বাঁচতে স্কার্ফে মুখ ঢাকেন। তাতেও তো রক্ষা নেই। ক্ষতি হয় ত্বকের। ঠিক ভাবে শ্বাস নিতে পারে না ত্বক। গ্রীষ্মের ধূলোবালি ময়লা, মরা চামড়া বা তেলের স্তর থাকার কারণে পিম্পল, র্যাশ, ব্রেকআউটের মতো নানা সমস্যা দেখা দিয়ে থাকে। এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে নামীদামী কোম্পানির জিনিসই যথেষ্ট নয়, এর জন্য ঘরোয়া টোটকার (Home Remedies) অবদান অনস্বীকার্য (Skin Care Tips)।
শীতকালে যেমন ড্রাই স্কিনের সমস্যা বেশি দেখা যায়,গ্রীষ্মকালে তেমন তৈলাক্ত ত্বকের সমস্যা বেশি দেখা যায়। আর আপনি যদি তৈলাক্ত ত্বকের অধিকারী হন তাহলে ফেস টোনার থেকে ফেসপ্যাক সবটাই বাড়িতে তৈরি করে নিয়ে তৈলাক্ত ত্বকের যত্ন নিতে পারবেন। টোনার, প্যাক এগুলো যখন বাড়িতে তৈরি করা যাবে তখন ফেসস্ক্রাবও তৈরি করে নিতে পারবেন যেটি আপনার ত্বকের জন্য অত্যন্ত জরুরি। বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে যদি আপনি বাড়িতে ফেস স্ক্রাব তৈরি করতে পারেন তাহলে গরমে আপনি তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। গরম কালে তৈলাক্ত ত্বককে সুরক্ষিত রাখতে কী ধরনের স্ক্রাব ব্যবহার করতে পারবেন দেখে নিন।পার্লারে গিয়ে গ্যাটের কড়ি খরচ না করে ঘরোয়া টোটকায় বাজিমাত করুন।
স্ট্রবেরি ফেস স্ক্রাব
স্ট্রবেরি যেমন স্বাস্থ্যের জন্য উপকারী তেমনি ত্বকের জন্যও উপকারী। গরমে ত্বকে উপস্থিত অতিরিক্ত তেল দূর করার জন্য বা ট্যান ক্লিয়ারের জন্য স্ট্রবেরি হল অন্যতম সেরা উপাদান। আসুন তাহলে জেনে নিন কীভাবে স্ট্রবেৎী প্যাক বানাবেন। প্রথমে স্ট্রবেরি ম্যাশ করে তাতে চালের গুঁড়ি মিশিয়ে নিন। এটি একটি স্ক্রাবার হিসাবেব্যবহার করুন। এভাবে একটানা ৫ থেকে ৬ মিনিট মুখে ঘষার পর মুখ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যাদের তৈলাক্ত ত্বক তাঁরা অবশ্যই নিয়মিত এই ফেস স্ক্রাব ট্রাই করবেন। সপ্তাহে ৫ দিন এই স্ক্রাবার ব্যবহার করুন।
পেঁপের তৈরি স্ক্রাব
আপনি যদি তৈলাক্ত ত্বকের কারণে ব্রণের সমস্যায় নাজেহাল হয়ে থাকেন, তাহলে পেঁপের তৈরি স্ক্রাবার ব্যবহার করতে পারেন। এই স্ক্রাবার একদিকে যেমন ত্বককে উজ্জ্বল করে তেমনই ত্বককে সুস্থ রাখতেও সাহায্য করবে। পাকা পেঁপের নির্যাস নিয়ে তাতে চালের গুঁড়ি মেশাতে হবে। এবার সেটিকে মুখে ভাল করে ঘষে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। এই স্ক্রাবার আপনার তৈলাক্ত ত্বকে সমস্যা দূরীকরণের সঙ্গে ব্রণর সমস্যা মেটাতেও সাহায্য করবে। তাহলে আজ থেকেই এইধরনের স্ক্রাবার গুলো বানিয়ে ফেলুন আর তৈলাক্ত ত্বকের সমস্যা দূর করুন।