সংক্ষিপ্ত

দাম্পত্য খুবই সূক্ষ্ণ। যেখানে একই ছাদের তলায় বাস করলেও কাছাকাছি হয়ে ওঠা কিন্তু খুবই কঠিন। কারণ বিশ্বাস, সম্মান আর ভালোবাসা- প্রতিটা জিনিসই খুব জরুরি। তাই বিয়ের আগেই হবু স্বামী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করে নিন আপনি আপনার প্রিয় জনের কাছ থেকে ঠিক  কী কী চাইছেন। 

প্রেম (Love) এক, বিয়ে (Marriage) মানে শুধু দুটি মানুষের বন্ধন নয়। দুটি পরিবারের বন্ধনও বটে। শাস্ত্র মতে বিয়ে সাত বছরের চিরন্তন বন্ধন। তাই এই সম্পর্কে (Relation) যাতে কোনও ভাবেই নষ্ট না হয়ে যায় তার জন্য বিয়ের আগেই সব ঠিক করে নেওয়া জরুরি। কারণ দাম্পত্য খুবই সূক্ষ্ণ। যেখানে একই ছাদের তলায় বাস করলেও কাছাকাছি হয়ে ওঠা কিন্তু খুবই কঠিন। কারণ বিশ্বাস, সম্মান আর ভালোবাসা- প্রতিটা জিনিসই খুব জরুরি। তাই বিয়ের আগেই হবু স্বামী বা স্ত্রীর সঙ্গে আলোচনা করে নিন আপনি আপনার প্রিয় জনের কাছ থেকে ঠিক  কী কী চাইছেন। 

সোশ্যাল মিডিয়া
 আধুনিক যুগে আমরা প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করি। কিন্তু অনেকেই চান না নিজের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে। অনেকেই আবার ঠিক উল্টোটা। কিন্তু দাম্পত্যে কোনও বিভেদ নেই। তাই বিয়ের আগেই এই বিষয়ে একটি নির্দিষ্ট পরিকল্পনা করে নিতে পারেন। 

 সন্তানের জন্ম
আধুনিক যুগে অনেকেই সন্তান চান না। অনেকে আবার চান। কিন্তু আপনি যদি সন্তান চান তাহলে আগে থেকেই ঠিক করে নিন বিয়ের কত বছর পর আপনা সন্তান গ্রহণ করবেন। অনেকে অ্যাডপ নিতেও চান। তাই এসবের জন্য কিন্তু নির্দিষ্ট প্ল্যানিং প্রয়োজন। 

সাংসারিক দায়িত্ব
আপনি ঠিক সংসারের কতটা দায়িত্ব নিতে চান সেবিষয়েও হবু স্বামী বা স্ত্রীর সঙ্গে আগে থেকে আলোচনা করে নেওয়া জরুরি। কারণ তা না হলেই পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে।

পরিবার
আপনি কী একা একা থাকতে চান, না স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে একই বাড়িতে থাকতে চান- সেই বিষয়ে আগে থেকেই চিন্তাভাবনা করুন। না হলে পরবর্তীকালে সমস্যা তৈরি হতে পারে। আবার অনেকেই এক মেয়েকে বিয়ে করেন। মেয়ের বাবা মায়ের চাহিদা অনুযায়ী তাঁকে মেয়ের বাড়িতে গিয়েও থাকতে হতে পারে। 

কেরিয়ার
বিয়ের আগে দুজনেরই নিজেদের কেরিয়ার নিয়ে কথা বলা জরুরি। নিজেদের মধ্যে স্পষ্ট হয়ে যাওয়াটাও জরুরি আপনারা ঠিক কোন দিকে যেতে চান। কী ভাবে আগামি দিনে কাজ করতে চান।