সংক্ষিপ্ত

শিল-নোড়া- বাড়িতে যদি এটি রাখতেই হয় তাহলে অবশ্যই রান্না ঘরেই রাখুন। অন্য কোথাও রাখবেন না।

 

বিয়ে থেকে পুজো হিন্দু শাস্ত্রের যে কোনও আচার অনুষ্ঠানেই শিল-নোড়ার প্রয়োজন হয়। একটা সময় প্রায় প্রতিটি বাড়িতেই শিল-নোড়া রাখা হত। মশলা বাটার কাজে অত্যান্ত জরুরি। কিন্তু বর্তমানে মিক্সারের জন্য শিল-নোড়ার প্রচোলন অনেকটাই কম। কিন্তু বাস্তু অনুযায়ী প্রতিটি বাড়িতে শিল-নোড়া রাখা জরুরি। অনেকেই মনে করেন এজাতীয় দুটি পাথর পরিবারের জন্য শুভ। কিন্তু শিল-নোড়া রাখারও কতগুলি নিয়ম রয়েছে। ভুল দিকে এই শিল-নোড়া রাখলেই পরিবারের সদস্যদের ওপর কুপ্রভাব পড়তে পারে।

শিল-নোড়া- বাড়িতে যদি এটি রাখতেই হয় তাহলে অবশ্যই রান্না ঘরেই রাখুন। অন্য কোথাও রাখবেন না। শিল-নোড়া রাখা শুভবলে মনে করা হিন্দু শাস্ত্রে। প্রাচীন ভারতীয় শাস্ত্রেও এটির উল্লেখ রয়েছে। তাই মনে করা হয় এটি প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হত। তবে শিলে বাটা যেকোনও খাবারের চেষ্ট কিন্তু মিক্সারে পেশাই করা জিনিসের থেকে অনেক বেশি হয়।

যাইহোক এবার আসি শিল-নোড়া রাখার নিময়ের।

বাস্তুশাস্ত্র অনুয়ায়ী বাড়ির ঈশান কোনো অর্থাৎ উত্তর বা পূর্ব দিকে কখনই শিল-নোড়া রাখবেন না। কারণ এই দিকে নানা ধরনের সমস্যা তৈরি হয়। রান্না ঘরে শিল-নোড়া রাখলে সঠিক দিকে রাখুন। বাস্তু নিয়ম অনুযায়ী দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে শিলনোড়া রাখা উচিৎ। তাতে শুভ ফল পাওয়া যায়। শিলনোড়ার যে দিকটে ত্রিভূজ আকৃতির সেই দিকটাই মুখ বলে মনে করা হয়। তবে শিলনোড়া এমন জায়গায় রাখুন যেখানে কখনই পায় না লাগে। আর শিল নোড়া ব্যবহারের পর সর্বদাই পরিচ্ছন্ন করে রাখুন। নাহলে বাড়িতে নেগেটিভ শক্তির প্রভাব বাড়তে পারে।

শিল-নোড়া রাখার সময় খেয়ার রাখবেনঃ

বাড়িতে ভাঙা শিলনোড়া রাখবেন না। ব্যবহার তো করবেনই না। শিল বা নোড়া ভেঙে গেলে দ্রুত তা বাতিল করে দিন। তবে শিলনোড়া ডাস্টবিনে ফেলবেন না। সর্বদাই ভাঙাচোরা জিনিস যারা কিনতে আসেন তাদের কাছে দিয়ে দিন।

শিল-নোড়া ব্যবহার করার পরে তা জল দিয়ে পরিষ্কার করে রাখুন।

ব্যবহারের আগেও সর্বদা পরিষ্কার করে রাখুন।

বাস্তু অনুযায়ী শিলনোড়ায় কোনও কিছু বাটার আগে একটু নুন দিয়ে বাটবেন। তাতে তাতে বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়।

মনে রাখুন শিল-নোড়া কখনই মাটিতে শুয়ে রাখবেন না। সর্বদাই দেওয়ালের দাঁড় করিয়ে রাখবেন। কিন্তু মনে রাখুন শিল-নোড়া রাখার সময় সর্বদা মুখটা দেওয়ালের দিকে ঘুরিয়ে রাখুন।

শিল-নোড়া রাখার সময় সর্বদাই এসঙ্গে রাখবেন। এদুটিকে কখনই আদালা রাখা শ্রেয় নয়। আলাদা রাখলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি লেগেই রাখে।