- Home
- Religion
- Spritiual
- কেন ভূত চতুর্দশীতে ১৪টা প্রদীপই জ্বালানো হয়? এখনও পর্যন্ত জানা সব তথ্যই ভুল, জেনে নিন আসল কারণ
কেন ভূত চতুর্দশীতে ১৪টা প্রদীপই জ্বালানো হয়? এখনও পর্যন্ত জানা সব তথ্যই ভুল, জেনে নিন আসল কারণ
- FB
- TW
- Linkdin
৩০ অক্টোবর ভূত চতুর্দশী। আজ ঘরে ঘরে জ্বালানো হয় ১৪ প্রদীপ। আলোর রোশনাই-এ আজ ভরে যায় চারিদিক।
কেউ কেউ মনে করেন আজ দ্বীপ জ্বালালে নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। বাড়িতে শুভ সময়ের সূচনা করতেই এই দ্বীপ জ্বালানো হয়।
কিন্তু অনেকেই জানেন না ১৪ প্রদীপ জ্বালানোর আসল কারণ কী? কেনই বা ১৪টা প্রদীপই জ্বালানোর রীতি রয়েছে?
আবার অনেকের ধারণা এদিন পূর্বপুরুষরা মর্ত্যলোকে আসেন। তাই তাঁদের সন্তুষ্ট করতেই এই প্রদীপ জ্বালানো হয়।
কিন্তু সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা অ্যাকাডেমির অধ্যক্ষ জয়ন্ত কুশারীর মত একেবারেই অন্যরকম। তিনি জানান, ভূত মানে এখানে বোঝানো হয়েছে পঞ্চ শরীর।
অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরূৎ, ব্যোম এই পঞ্চভূতকে সম্মান জানাতেই ভূত চতুর্দশী প্রচলিত হয়।
ক্ষিতি অর্থাৎ পৃথিবী, অপ মানে জল, তেজ মানে আগুন, মরূৎ অর্থাৎ বায়ু এবং ব্যোম অর্থাৎ আকাশ। এই পাঁচটি উাদানকে সম্মান জানিয়েই জ্বালানো হয় ১৪ প্রদীপ।
অন্যদিকে জয়ন্ত কুশারীর মতে, পুরাণে ১৪টি ভুবনের কথা উল্লেখ করা হয়েছে যার সাতটি স্বর্গ ও সাতটি পাতাল ভূঃ, ভুবঃ, স্বঃ, জনঃ, মহঃ, তপঃ ও সত্য হল স্বর্গ অন্যদিকে মাটির নিচে রয়েছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল এই ১৪ লোকের বাসিন্দাদের সম্মান জানাতে এদিন ১৪ দ্বীপ জ্বালানো হয়।