সংক্ষিপ্ত

২৫ বছর আগে ভারতীয় ক্রিকেটকে গ্রাস করেছিল ম্যাচ গড়াপেটার কালো ছায়া। তারপর ২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিং কেলেঙ্কারির জল অনেকদূর গড়ায়। গত এক দশক ধরে ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিসিআই।

চার বছর জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) প্রধান হিসেবে কাজ করেছেন। অনেক গুরুতর অপরাধের ঘটনার তদন্ত করেছেন। এবার বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার প্রধান হিসেবে কাজ করবেন আইপিএস শরদ কুমার। শুক্রবার তাঁকে এই পদে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। ৬৮ বছর বয়সি এই আইপিএস ১ অক্টোবর থেকে বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার প্রধান হিসেবে কাজ শুরু করেছেন। তিন বছরের জন্য এই পদে থাকবেন শরদ। উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা এই আইপিএস। তিনি হরিয়ানা ক্যাডারের ১৯৭৯ ব্যাচের আইপিএস অফিসার। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত এনআইএ-র প্রধান হিসেবে কর্মরত ছিলেন শরদ। এবার ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখার লক্ষ্যে কাজ করবেন তিনি। এর আগে বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার প্রধান হিসেবে নিযুক্ত হয়েছিলেন হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার কে কে মিশ্র। তিনি গত বছর এই পদে নিযুক্ত হন। কিন্তু কোনও কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে গিয়েছেন মিশ্র। তাঁর পরিবর্তে নতুন দায়িত্ব নিলেন শরদ।

বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় শরদকে নিয়োগের সিদ্ধান্ত

২৯ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা ছিল। সেই সভাতেই শরদকে বিসিসিআই-এর দুর্নীতি দমন শাখার প্রধান হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এনআইএ-র দায়িত্ব ছাড়ার পর ২০১৮ সালের জুন থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের ভিজিল্যান্স কমিশনার হিসেবে কাজ করেছেন শরদ। এবার তিনি নতুন দায়িত্ব পালন করতে চলেছেন।

ম্যাচ গড়াপেটা রোখাই লক্ষ্য শরদের

ভারতীয় ক্রিকেটে নতুন করে যাতে ম্যাচ গড়াপেটা, স্পট-ফিক্সিংয়ের কালো ছায়া না পড়ে, সেটা নিশ্চিত করাই শরদের লক্ষ্য। বুকিরা যাতে ক্রিকেটারদের কাছাকাছি পৌঁছতে না পারে, স্টেডিয়ামে বা অন্য কোথাও বসে ম্যাচের ফল নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে নজর রাখবেন শরদ। তাঁর উপর ভরসা রাখছে বিসিসিআই

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এই কারণেই ম্যাচ গড়াপেটা হয়, পাকিস্তান দল নিয়ে বিস্ফোরক জাভেদ মিঁয়াদাদ

২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে গড়াপেটা তদন্তে এবার জেরা মাহেলা জয়াবর্ধনেকে

গড়াপেটা কাণ্ডে পিসিবির দুর্নীতি দমন শাখার সঙ্গে সহযোগিতা করতে নারাজ উমর আকমল