সংক্ষিপ্ত
কিন্তু লম্বা বৈঠকের পরেও কেন সিদ্ধান্তে পৌঁছানো গেল না?
পৌঁছানো গেল না চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ-এর ঠিকানায়। কিন্তু হাইভোল্টেজ সেই বৈঠকে কী হয়, সেটা জানার জন্যই আইসিসি-র বৈঠকের দিকে তাকিয়ে ছিল গোটা ক্রিকেটদুনিয়া।
কিন্তু এদিনের মিটিং থেকে কোনও সদুত্তরই পাওয়া গেল না। শেষপর্যন্ত, কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে, সেই প্রশ্নের উত্তরও পাওয়া গেল না। জানা যাচ্ছে, শনিবার ফের একবার আলোচনায় বসবে আইসিসি। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে আশা করছেন অনেকে।
কিন্তু লম্বা বৈঠকের পরেও কেন সিদ্ধান্তে পৌঁছানো গেল না? এক্ষেত্রে জানা যাচ্ছে, পাকিস্তানের নাছোড়বান্দা মনোভাবের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত যে পাকভূমে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না, তা অনেক আগে থেকেই পরিষ্কার। ঠিক যে কারণে, এখনও পর্যন্ত সূচিই প্রকাশ করা যায়নি।
সেক্ষেত্রে বিকল্প হিসেবে উঠে আসে হাইব্রিড মডেলের কথা। যেইরকম মডেলে আয়োজন করা হয়েছিল এশিয়া কাপও। কিন্তু এই ফরম্যাটে প্রবল আপত্তি রয়েছে পাক ক্রিকেট বোর্ডের। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এদিনও তাদের সেই একগুয়েমি মনোভাবেরই মাশুল দিতে হল শেষপর্যন্ত। তাই চ্যাম্পিয়ন্স আদৌ হাইব্রিড মডেলে হবে কিনা, কিংবা বিকল্প কী হবে, কোনও সিদ্ধান্তেই পৌঁছনো গেল না।
ফলে, শনিবারের বৈঠকের আগে কোনওভাবেই আর কিছু বলা সম্ভব নয়। কারণ, শুক্রবারের বৈঠক তো ভেস্তেই গেছে। এখন অপেক্ষা ছাড়া আর কোনও উপায়ও নেই।
এদিনের মিটিং থেকে কোনও সদুত্তরই মেলেনি। শেষপর্যন্ত, কোথায় চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে, সেই প্রশ্নের উত্তরও আপাতত অধরা। জানা গেছে, শনিবার ফের আরও আলোচনায় বসতে চলেছে আইসিসি। এখন সেদিকেই তাকিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।