১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ উইকেটে ১৪০ রান করেই থেমে গেল ভারতীয় দল।
WT20WC IndW Vs EngW Live Score Updates: রিচা ঘোষের অপরাজিত ৪৭, ১১ রানে হার ভারতের
মহিলাদের টি-২০ বিশ্বকাপের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত। গ্রুপ বি-তে দুই দলই ২ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে এগিয়ে থাকায় শীর্ষে ইংল্যান্ড। ভারত-ইংল্যান্ড ম্যাচই এই গ্রুপে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে দল জিতবে তারা শীর্ষে চলে যাবে।
- FB
- TW
- Linkdin
রিচা ঘোষ ৩৪ বলে ৪৭ রান করে অপরাজিত থাকলেও, ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে গেল ভারতীয় দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে হারের মুখে ভারতীয় দল। জয় পেতে গেলে শেষ ওভারে করতে হবে ৩১ রান।
ইংল্যান্ডকে হারাতে হলে শেষ ২ ওভারে ভারতীয় দলকে করতে হবে ৩৪ রান। ক্রিজে রিচা ঘোষ ও দীপ্তি শর্মা।
৫২ রান করে আউট হয়ে গেলেন স্মৃতি মন্ধানা। ৪ উইকেট হারাল ভারতীয় দল।
ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেতে হলে শেষ ৫ ওভারে ভারতীয় দলকে ৫৯ রান করতে হবে।
৪ রান করে আউট হয়ে গেলেন হরমনপ্রীত কউর। ৬২ রানে ৩ উইকেট হারাল ভারত।
৫৭ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারতীয় দল। ১৩ রান করে আউট জেমাইমা রডরিগেজ।
স্মৃতি মন্ধানা ও জেমাইমা রডরিগেজ দায়িত্ব নিয়ে ব্যাটিং করছেন। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫০।
৮ রান করেই আউট হয়ে গেলেন শেফালি ভার্মা। ২৯ রানে প্রথম উইকেট হারাল ভারত।
ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা ভালোভাবেই ব্যাটিং করছেন। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭। স্মৃতি ১৮ ও শেফালি ৬ রানে অপরাজিত।
১৫২ রানের টার্গেট ভারতের সামনে। ওপেন করতে নেমেছেন স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৫ উইকেট নিলেন রেণুকা ঠাকুর সিং। নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড ৭ উইকেটে ১৫১ রান করল।
৫০ রান করার পরেই দীপ্তি শর্মার বলে স্মৃতি মন্ধানার হাতে ধরা পড়লেন ন্যাট স্কিভার ব্রান্ট।
৪১ বলে ৫০ রান করলেন ন্যাট স্কিভার ব্রান্ট। রান বাড়ছে ইংল্যান্ডের।
শিখা পাণ্ডের বলে শেফালি ভার্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক হেদার নাইট (২৮)।
১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭২। ক্রিজে ন্যাট স্কিভার-ব্রান্ট (৩৫) ও হেদার নাইট (২৩)।
রেণুকা ঠাকুর সিংয়ের তৃতীয় শিকার সোফিয়া ডাঙ্কলি (১০)। বোল্ড হয়ে গেলেন সোফিয়া। ২৯ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারেও উইকেট রেণুকা ঠাকুর সিংয়ের। বোল্ড হয়ে গেলেন অ্যালিস ক্যাপসি (৩)। ১০ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড।
রেণুকা ঠাকুর সিংয়ের প্রথম বলেই ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ ক্যাচ নিলেন রিচা ঘোষ। আউট হয়ে গেলেন ড্যানিয়েলা উইয়াট।