সংক্ষিপ্ত
ফিটনেস প্রমাণের জন্যই মূলত শামিকে এই টুর্নামেন্টে খেলতে বলা হয়েছে।
সৈয়দ মুস্তাক আলী টি২০ ট্রফির জন্য বাংলা দলে মহম্মদ শামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্ডার-গাভাস্কার ট্রফির আগে টি২০ প্ত্রতিযোগিতাতে কয়েকটি ম্যাচ খেলতে শামিকে বলা হয়েছিল। এরপরেই তাঁকে দলে নেওয়া হয়। এদিকে রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে শামি ৭ উইকেট নিয়েছিলেন। ব্যাটিংয়েও তিনি বেশ গুরুত্বপূর্ণ অবদানই রাখেন। এর ফলে শামিকে অস্ট্রেলিয়া সফরের জন্য টেস্ট দলে নেওয়ার দাবি উঠেছিল। তবে এখন আপাতত তাঁকে অপেক্ষা করতে বলা হয়েছে।
আর এবার ফিটনেস প্রমাণের অংশ হিসেবে শামিকে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে খেলতে বলা হয়েছে। এর আগে শামির সামনে দুটি শর্ত রাখা হয়েছিল। প্রথমটি ছিল রঞ্জি ট্রফির দ্বিতীয় ইনিংসে শামির পারফরম্যান্স। দ্বিতীয় ইনিংসের উপর নির্ভর করবে শামিকে দলে নেওয়া হবে কিনা। আর দ্বিতীয় শর্ত ছিল যে, ম্যাচ শেষে শরীরে কোনও ব্যথা বা ফোলাভাব না থাকা। এই দুটি শর্তই শামি পূরণ করেছেন।
ওদিকে সুদীপ ঘরামির অধীনে শামি বাংলার হয়ে খেলবেন। শনিবার, রাজকোটে পাঞ্জাবের বিরুদ্ধে বাংলার প্রথম ম্যাচ। চার-পাঁচটি ম্যাচ খেললে আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে শামি দলের সাথে যোগ দিতে পারবেন। দ্বিতীয় টেস্টের আগে শামি দলে ফিরবেন বলেই আশা করছেন ভক্তরা। এদিকে ভারতের ১৮ সদস্যের বর্ডার-গাভাস্কার ট্রফি দলে আপাতত শামি নেই। তবে দ্বিতীয় টেস্টের আগে শামি অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবেন বলে মন্তব্য করেছেন তাঁর ছোটবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন।
বাংলার দল: সুদীপ কুমার ঘরামী (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), সুদীপ চট্টোপাধ্যায়, শাহবাজ আহমেদ, করণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, ঋত্বিক রায় চৌধুরী, শাকির হাবিব গান্ধী (উইকেটরক্ষক), রণজিত সিং খাইরা, প্রয়াস রায় বর্মন, অগ্নিব পান, প্রদীপ্ত প্রামাণিক, সাক্ষম চৌধুরী, মোহাম্মদ শামি, ঈশান পোড়েল, মোহাম্মদ কাইফ, সূর্য সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কনিষ্ক শেঠ, সৌম্যদীপ মণ্ডল।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।