১৯৮৯-৯০ মরসুমে শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকেই খেতাব অধরা। এবার ঘরের মাঠে ফাইনাল খেলেও ট্রফি এল না।
Ben Vs Sau Live Score Updates: রঞ্জি ট্রফি ফাইনালে ৯ উইকেটে হার বাংলার
রঞ্জি ট্রফি ফাইনালের চতুর্থ দিন সৌরাষ্ট্রর বিরুদ্ধে হার এড়ানোর লড়াই বাংলার। দলের ভরসা অধিনায়ক মনোজ তিওয়ারি। তিনি যতক্ষণ ক্রিজে আছেন বাংলার আশা থাকছে। মনোজের সঙ্গে আছেন শাহবাজ আহমেদ। এই জুটিই বাংলার ভরসা। তাঁদেরই লড়াই চালিয়ে যেতে হবে।
- FB
- TW
- Linkdin
দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৪ রান তুলে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।
আকাশ দীপের বলে সুদীপ কুমার ঘরামির হাতে ক্যাচ দিয়ে আউট জয় গোহিল (০)। দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল সৌরাষ্ট্র। হারের মুখেও লড়াই ছাড়ছে না বাংলা।
দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয়ে গেল বাংলা। লিড মাত্র ১১ রানের। ফলে সৌরাষ্ট্রর জয় সময়ের অপেক্ষা।
২০৫ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর ঘরের মাঠে রঞ্জি ট্রফি ফাইনালে ইনিংসে হারের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ঈশান পোড়েল ও মুকেশ কুমারের মরিয়া লড়াইয়ে ইনিংসে হার এড়াতে সক্ষম হল বাংলা।
শেষ উইকেট জুটিতে লড়াই চালাচ্ছেন ঈশান পোড়েল ও মুকেশ কুমার। ইনিংসে হার এড়ানোর চেষ্টা করছেন তাঁরা।
৪ রান করে আউট হয়ে গেলেন আকাশ ঘটক। ২০৫ রানে ৯ উইকেট হারাল বাংলা।
৬৮ রান করে আউট হয়ে গেলেন মনোজ তিওয়ারি। ফিরে গেলেন অভিষেক পোড়েল, আকাশ দীপও। ইনিংসে হারের মুখে বাংলা।
রান আউট হয়ে গেলেন শাহবাজ আহমেদ (২৭)। ১৯৪ রানে ৫ উইকেট হারাল বাংলা।
ইনিংসে হারের আশঙ্কা দূর করাই বাংলার প্রাথমিক লক্ষ্য। সৌরাষ্ট্রর সঙ্গে রানের ব্যবধান দূর করার পর লিড নেওয়ার চেষ্টা করবেন মনোজ তিওয়ারিরা।
রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে হার বাঁচাতে বাংলার ভরসা অধিনায়ক মনোজ তিওয়ারি।