11:15 AM (IST) Feb 19
৩৩ বছর পরেও রঞ্জি ট্রফি অধরা বাংলার

১৯৮৯-৯০ মরসুমে শেষবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। তারপর থেকেই খেতাব অধরা। এবার ঘরের মাঠে ফাইনাল খেলেও ট্রফি এল না।

11:13 AM (IST) Feb 19
বাংলাকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৪ রান তুলে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল সৌরাষ্ট্র।

11:09 AM (IST) Feb 19
শুরুতেই সৌরাষ্ট্রর উইকেট তুলে নিল বাংলা

আকাশ দীপের বলে সুদীপ কুমার ঘরামির হাতে ক্যাচ দিয়ে আউট জয় গোহিল (০)। দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট হারাল সৌরাষ্ট্র। হারের মুখেও লড়াই ছাড়ছে না বাংলা।

10:52 AM (IST) Feb 19
বাংলার লিড ১১ রানের, হার সময়ের অপেক্ষা

দ্বিতীয় ইনিংসে ২৪১ রানে অলআউট হয়ে গেল বাংলা। লিড মাত্র ১১ রানের। ফলে সৌরাষ্ট্রর জয় সময়ের অপেক্ষা।

10:44 AM (IST) Feb 19
সৌরাষ্ট্রর বিরুদ্ধে ইনিংসে হারের লজ্জা এড়াল বাংলা

২০৫ রানে ৯ উইকেট পড়ে যাওয়ার পর ঘরের মাঠে রঞ্জি ট্রফি ফাইনালে ইনিংসে হারের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে ঈশান পোড়েল ও মুকেশ কুমারের মরিয়া লড়াইয়ে ইনিংসে হার এড়াতে সক্ষম হল বাংলা।

10:28 AM (IST) Feb 19
ইনিংসে হার এড়ানোর মরিয়া চেষ্টায় বাংলা

শেষ উইকেট জুটিতে লড়াই চালাচ্ছেন ঈশান পোড়েল ও মুকেশ কুমার। ইনিংসে হার এড়ানোর চেষ্টা করছেন তাঁরা।

10:16 AM (IST) Feb 19
জয়দেব উনাদকাটের পঞ্চম শিকার আকাশ ঘটক

৪ রান করে আউট হয়ে গেলেন আকাশ ঘটক। ২০৫ রানে ৯ উইকেট হারাল বাংলা।

09:58 AM (IST) Feb 19
রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে ইনিংসে হারের মুখে বাংলা

৬৮ রান করে আউট হয়ে গেলেন মনোজ তিওয়ারি। ফিরে গেলেন অভিষেক পোড়েল, আকাশ দীপও। ইনিংসে হারের মুখে বাংলা।

09:37 AM (IST) Feb 19
রান আউট শাহবাজ আহমেদ, ৫ উইকেট হারাল বাংলা

রান আউট হয়ে গেলেন শাহবাজ আহমেদ (২৭)। ১৯৪ রানে ৫ উইকেট হারাল বাংলা।

09:26 AM (IST) Feb 19
সৌরাষ্ট্রর চেয়ে ৪২ রানে পিছিয়ে বাংলা

ইনিংসে হারের আশঙ্কা দূর করাই বাংলার প্রাথমিক লক্ষ্য। সৌরাষ্ট্রর সঙ্গে রানের ব্যবধান দূর করার পর লিড নেওয়ার চেষ্টা করবেন মনোজ তিওয়ারিরা।

09:10 AM (IST) Feb 19
রঞ্জি ট্রফি ফাইনালে চলছে চতুর্থ দিনের খেলা

রঞ্জি ট্রফি ফাইনালে সৌরাষ্ট্রর বিরুদ্ধে হার বাঁচাতে বাংলার ভরসা অধিনায়ক মনোজ তিওয়ারি।

Read more Articles on