05:07 PM (IST) Nov 13
পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০১০ সালের পর ফের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

04:48 PM (IST) Nov 13
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯৭ রান

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯৭। শেষ ৫ ওভারে জয়ের জন্য দরকার ৪১ রান।

04:35 PM (IST) Nov 13
২৩ বলে ২০ রান করে আউট হ্যারি ব্রুক, ৮৪ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড

টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বলে ২০ রান করে শাদাব খানের বলে শাহিন শাহ আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হ্যারি ব্রুক। ৮৪ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড।

04:24 PM (IST) Nov 13
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১০ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৭

পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৭৭। জয়ের জন্য ৬০ বলে দরকার ৬১ রান। 

03:58 PM (IST) Nov 13
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ২৬ রান করে আউট জস বাটলার, লড়াই করছে পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৬ রান করে আউট হয়ে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক জয় বাটলার। তিনি হ্যারিস রউফের বলে মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। ৪৫ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।

03:49 PM (IST) Nov 13
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১০ রান করে আউট ফিল সল্ট, ২ উইকেট হারাল ইংল্যান্ড

সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে দলে থাকলেও ব্যাটিং করার সুযোগ পাননি। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ১০ রান করে হ্যারিস রউফের বলে ইফতিকার আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ফিল সল্ট। ৩২ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড।

03:31 PM (IST) Nov 13
১৩৮ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারাল পাকিস্তান

শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই ১ রান করে আউট হয়ে গেলেন সেমি ফাইনালের নায়ক অ্যালেক্স হেলস। ৭ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড।

03:15 PM (IST) Nov 13
টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রান করল পাকিস্তান

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান করল পাকিস্তান। ইংল্যান্ডের টার্গেট ১৩৮।

03:07 PM (IST) Nov 13
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২৯ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান

৫ রান করে আউট মহম্মদ নওয়াজ। তিনি স্যাম কারানের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিলেন। ১২৯ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান।

03:01 PM (IST) Nov 13
২০ রান করে আউট শাদাব খান, ১২৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে গেল পাকিস্তান

১৪ বলে ২০ রান করে ক্রিস জর্ডানের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শাদাব খান। ১২৩ রানে ৬ উইকেট হারাল পাকিস্তান।

02:57 PM (IST) Nov 13
ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮ রান করে আউট শান মাসুদ, ১২১ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৩৮ রান করে আউট হয়ে গেলেন শান মাসুদ। তিনি স্যাম কারানের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ১২১ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান।

02:48 PM (IST) Nov 13
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১০৬

১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১০৬। শান মাসুদ ৩৪ ও শাদাব খান ১০ রানে অপরাজিত।

02:35 PM (IST) Nov 13
৬ বলে ০ রানে আউট ইফতিকার আহমেদ, ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

৬ বল খেলে কোনও রান না করেই বেন স্টোকসের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ইফতিকার আহমেদ। ৮৫ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান।

02:29 PM (IST) Nov 13
আদিল রশিদের দ্বিতীয় উইকেট, ৩২ রান করে আউট পাকিস্তানের অধিনায়ক বাবর আজম

নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট নিলেন আদিল রশিদ। তিনি এবার ফিরিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ৩২ রান করে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন বাবর। ৮৪ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান।

02:21 PM (IST) Nov 13
১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৬৮/২, ক্রিজে বাবর আজম ও শান মাসুদ

টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৮। বাবর আজম ২৯ ও শান মাসুদ ১১ রানে অপরাজিত। 

02:12 PM (IST) Nov 13
মহম্মদ হ্যারিসকে ফেরালেন আদিল রশিদ, দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান

নিজের প্রথম বলেই পাকিস্তানের ব্যাটার মহম্মদ হ্যারিসকে আউট করে দিলেন ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ। ৮ রান করে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হ্যারিস। ৪৫ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।

02:05 PM (IST) Nov 13
পাওয়ার প্লে-র শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৯, ক্রিজে বাবর-হ্যারিস

৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৯। বাবর আজম ১৬ ও মহম্মদ হ্যারিস ৪ রানে অপরাজিত। ১৫ রান করে আউট হয়ে গিয়েছেন মহম্মদ রিজওয়ান।

01:56 PM (IST) Nov 13
১৫ রান করে আউট মহম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম উইকেট হারাল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ ফাইনালে ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারাল পাকিস্তান। ১৫ রান করে স্যাম কারানের বলে প্লেড অন হয়ে গেলেন মহম্মদ রিজওয়ান।

01:23 PM (IST) Nov 13
এখনও শুরু হয়নি বৃষ্টি, শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তান লড়াই

বৃষ্টির পূর্বাভাস থাকলেও, টি-২০ বিশ্বকাপ ফাইনালে এখনও পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। ফলে শুরু হতে চলেছে ম্যাচ। জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নেমে পড়েছে দুই দল।

01:07 PM (IST) Nov 13
টি-২০ বিশ্বকাপ ফাইনালের দল ঘোষণা ইংল্যান্ড-পাকিস্তানের, দলে কোনও বদল করা হয়নি

টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দলে আছেন- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

ইংল্যান্ড দলে আছেন- জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।

Read more Articles on