পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ২০১০ সালের পর ফের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
- Home
- Sports
- Cricket
- T 20 World Cup Final Eng vs Pak Live: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড
T 20 World Cup Final Eng vs Pak Live: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড
টি-২০ বিশ্বকাপ ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেলবোর্নে এদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি বৃষ্টির জন্য ওভার সংখ্যা কমানো হয়, তাহলে ডাকওয়ার্থ-লুইস নিয়ম কার্যকর হবে। সেক্ষেত্রে যে দল পরে ব্যাটিং করবে তারা সুবিধা পেতে পারে। সেই কারণেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাটলার। তিনি জানিয়েছেন, সেমি ফাইনালে যে দল খেলেছিল, ফাইনালেও সেই দলই আছে। উইনিং কম্বিনেশন ধরে রেখেছে ইংল্যান্ড। দলে কোনও বদল করা হয়নি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, তাঁর দলেও কোনও বদল করা হয়নি।
- FB
- TW
- Linkdin
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১৫ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৯৭। শেষ ৫ ওভারে জয়ের জন্য দরকার ৪১ রান।
টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩ বলে ২০ রান করে শাদাব খানের বলে শাহিন শাহ আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হ্যারি ব্রুক। ৮৪ রানে ৪ উইকেট হারাল ইংল্যান্ড।
পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৭৭। জয়ের জন্য ৬০ বলে দরকার ৬১ রান।
টি-২০ বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ২৬ রান করে আউট হয়ে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক জয় বাটলার। তিনি হ্যারিস রউফের বলে মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। ৪৫ রানে ৩ উইকেট হারাল ইংল্যান্ড।
সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে দলে থাকলেও ব্যাটিং করার সুযোগ পাননি। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩ নম্বরে ব্যাট করতে নেমে ১০ রান করে হ্যারিস রউফের বলে ইফতিকার আহমেদের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ফিল সল্ট। ৩২ রানে ২ উইকেট হারাল ইংল্যান্ড।
শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারেই ১ রান করে আউট হয়ে গেলেন সেমি ফাইনালের নায়ক অ্যালেক্স হেলস। ৭ রানে প্রথম উইকেট হারাল ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রান করল পাকিস্তান। ইংল্যান্ডের টার্গেট ১৩৮।
৫ রান করে আউট মহম্মদ নওয়াজ। তিনি স্যাম কারানের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিলেন। ১২৯ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান।
১৪ বলে ২০ রান করে ক্রিস জর্ডানের বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শাদাব খান। ১২৩ রানে ৬ উইকেট হারাল পাকিস্তান।
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ৩৮ রান করে আউট হয়ে গেলেন শান মাসুদ। তিনি স্যাম কারানের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। ১২১ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান।
১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ৪ উইকেটে ১০৬। শান মাসুদ ৩৪ ও শাদাব খান ১০ রানে অপরাজিত।
৬ বল খেলে কোনও রান না করেই বেন স্টোকসের বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ইফতিকার আহমেদ। ৮৫ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান।
নিজের তৃতীয় ওভারে দ্বিতীয় উইকেট নিলেন আদিল রশিদ। তিনি এবার ফিরিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। ৩২ রান করে কট অ্যান্ড বোল্ড হয়ে গেলেন বাবর। ৮৪ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান।
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৬৮। বাবর আজম ২৯ ও শান মাসুদ ১১ রানে অপরাজিত।
নিজের প্রথম বলেই পাকিস্তানের ব্যাটার মহম্মদ হ্যারিসকে আউট করে দিলেন ইংল্যান্ডের লেগ-স্পিনার আদিল রশিদ। ৮ রান করে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হ্যারিস। ৪৫ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।
৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৯। বাবর আজম ১৬ ও মহম্মদ হ্যারিস ৪ রানে অপরাজিত। ১৫ রান করে আউট হয়ে গিয়েছেন মহম্মদ রিজওয়ান।
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ২৯ রানের মাথায় প্রথম উইকেট হারাল পাকিস্তান। ১৫ রান করে স্যাম কারানের বলে প্লেড অন হয়ে গেলেন মহম্মদ রিজওয়ান।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও, টি-২০ বিশ্বকাপ ফাইনালে এখনও পর্যন্ত বৃষ্টি শুরু হয়নি। ফলে শুরু হতে চলেছে ম্যাচ। জাতীয় সঙ্গীতের জন্য মাঠে নেমে পড়েছে দুই দল।
টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান দলে আছেন- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।
ইংল্যান্ড দলে আছেন- জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।