বাংলাদেশের বিরুদ্ধে জয় পাওয়ার পর টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ-২ এর শীর্ষে ভারত। রবিবার গ্রুপের শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেলেই সেমি ফাইনালে চলে যাবে ভারত।
Live Ind Vs Ban T 20 World Cup 2022: বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দিল ভারত
বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে ভারতীয় দল। বাংলাদেশের অধিনায়ক শাকিব-আল হাসান টসে জিতে প্রথমে ফিল্ডি করার সিদ্ধান্ত নিয়েছেন। এই ম্যাচে বাংলাদেশ দলে একটি বদল হয়েছে। দলে নেই সৌম্য সরকার। তাঁর বদলে খেলছেন শরিফুল ইসলাম। ভারতীয় দলেও একটি বদল হয়েছে। দীপক হুডার বদলে খেলছেন অক্ষর প্যাটেল। কোমরের চোটের জন্য দীনেশ কার্তিকের খেলা নিয়ে সংশয় থাকলেও, তিনিই এই ম্যাচে খেলছেন। ঋষভ পন্থের দলে জায়গা হয়নি।
- FB
- TW
- Linkdin
এবারের টি-২০ বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দিল ভারতীয় দল। এই জয়ের ফলে সুপার ১২ গ্রুপ ২-তে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ভারতীয় দল।
ভারতের বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ২০ রান। ভারতের হয়ে বল করছেন আর্শদীপ সিং।
নিজের দ্বিতীয় ওভারে ইয়াসির আলিকে (১) ফিরিয়ে দেওয়ার পর মোসাদ্দেক হোসেনকেও (৬) আউট করে দলেন হার্দিক পান্ডিয়া। ১০৮ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ। জয়ের পথে ভারতীয় দল।
১২ নম্বর ওভারে জোড়া উইকেট নিলেন আর্শদীপ সিং। আফিফ হোসেন (৩) ও শাকিব আল-হাসানকে (১৩) ফিরিয়ে দিলেন তিনি। পরের ওভারেই ইয়াসির আলিকে (১) ফিরিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। ক্যাচ নিলেন আর্শদীপ। ৫ উইকেট হারিয়ে হারের মুখে বাংলাদেশ।
নতুন করে খেলা শুরু হওয়ার পর ৩ উইকেট হারাল বাংলাদেশ। প্রথমে লিটন দাস, তারপর নাজমুল হোসেন শান্ত, এবার আউট হয়ে গেলেন আফিফ হোসেন। ৩ রান করলেন আফিফ। আর্শদীপ সিংয়ের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন আফিফ।
বাংলাদেশের ওপেনার লিটন দাস রান আউট হওয়ার পর এবার নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিলেন মহম্মদ শামি। ২১ রান করে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শান্ত। ৮৪ রানে ২ উইকেট হারাল বাংলাদেশ।
২৭ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলে রান আউট হয়ে গেলেন লিটন দাস। তিনি আউট হয়ে যাওয়ায় স্বস্তিতে ভারতীয় দল। এখন নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে শাকিব আল-হাসান।
বৃষ্টির জন্য বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের ইনিংসের ৪ ওভার কমানো হয়েছে। এখন ১৬ ওভারে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫১ রান। ফলে ৫৪ বলে ৮৫ রান করতে হবে বাংলাদেশকে।
বাংলাদেশের ইনিংসের ৭ ওভার হওয়ার পরেই বৃষ্টির জন্য বন্ধ হয়ে গিয়েছে খেলা। এখন ডাকওয়ার্থ-লুইস নিয়মে ১৭ রানে পিছিয়ে ভারত।
ভারত-বাংলাদেশের ম্যাচে বৃষ্টির পূর্বাভাস ছিলই। ভারতের ইনিংসে বৃষ্টি না এলেও, বাংলাদেশের ইনিংসের সপ্তম ওভারের পর বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেল খেলা। ১৮৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৬। লিটন ৫৯ ও নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত।
ভারতের বিরুদ্ধে বড় রান তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করছেন ওপেনার লিটন দাস। তিনি ২১ বলে ৫০ রান করলেন। লিটনের এই অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে লড়াই করছে বাংলাদেশ।
ভারতের করা ৬ উইকেটে ১৮৪ রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৩৫। লিটন ৩৩ ও শান্ত ২ রানে অপরাজিত।
বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দুরন্ত ইনিংস খেললেন বিরাট কোহলি। তিনি এদিন ৬৪ রানে অপরাজিত থাকলেন। ভারতীয় দল ৬ উইকেটে করল ১৮৪ রান।
বাংলাদেশের বিরুদ্ধে ৭ রান করেই রান আউট হয়ে গেলেন দীনেশ কার্তিক। ১৫০ রানে ৫ উইকেট হারাল ভারতীয় দল।
বাংলাদেশের বিরুদ্ধে ৩৭ বলে ৫০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি। বড় স্কোর ভারতীয় দলের।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে মাত্র ৫ রান করেই আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। ৪ উইকেট হারাল ভারতীয় দল। ১৩০ রানে ৪ উইকেট হারাল ভারত।
বাংলাদেশের বিরুদ্ধে ১৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ১৩০। ক্রিজে বিরাট (৪০) ও হার্দিক (৫)।
বাংলাদেশের বিরুদ্ধে ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ১৬ বলে ৩০ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার। তিনি শাকিবের বলে বোল্ড হয়ে গেলেন। এখন ক্রিজে বিরাটের সঙ্গে হার্দিক পান্ডিয়া।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের ১২ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ১০১। বিরাট ২৯ ও সূর্যকুমার ১৭ রানে ব্যাটিং করছেন।