সংক্ষিপ্ত
টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল হেরে যাওয়ার পর থেকেই নানা প্রশ্ন উঠছে। তার মধ্যে অন্যতম প্রশ্ন হল, ভারতীয় ক্রিকেটারদের কি বিদেশের টি-২০ লিগে খেলার অনুমতি দেওয়া উচিত? ভারতের কোচ রাহুল দ্রাবিড়ও এ বিষয়ে মুখ খুলেছেন।
দু'দশক আগেও বিশ্বের সেরা ক্রিকেট লিগ বলতে কাউন্টি ক্রিকেটকেই বোঝানো হত। বিভিন্ন দেশের ক্রিকেটাররা কাউন্টি ক্রিকেট খেলতে যেতেন। কিন্তু গত দেড় দশকে বিশ্বজুড়ে টি-২০ ক্রিকেটের রমরমার ফলে গুরুত্ব হারিয়েছে কাউন্টি ক্রিকেট। এখন বিশ্বের সেরা ক্রিকেট লিগের মধ্যে আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগ আছে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের অন্য দেশের টি-২০ লিগে খেলার অনুমতি দেয় না। টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতীয় দল হেরে যাওয়ার পর এ বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কেও এ বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, 'ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই বিগ ব্যাশ লিগে খেলে। তার ফলে ওরা লাভবান হচ্ছে। এবারের টি-২০ বিশ্বকাপে সেটা দেখা গেল। এই কারণেই ওদের মোকাবিলা কার আমাদের পক্ষে কঠিন ছিল।'
ভারতীয় ক্রিকেটারদেরও কি তাহলে বিভিন্ন দেশের লিগে খেলার অনুমতি দেওয়া উচিত বিসিসিআই-এর? এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, 'বিগ ব্যাশ লিগ যখন হয়, তখন আমাদের দেশে রঞ্জি ট্রফি চলে। সেই কারণে যদি ভারতীয় ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়া হয়, তাহলে আমাদের ঘরোয়া ক্রিকেট আর চালানো সম্ভব হবে না। তাই এটা ভারতীয় ক্রিকেটের পক্ষে চ্যালেঞ্জের বিষয়। আমাদের ক্রিকেটাররা বিদেশের লিগে খেলার সুযোগ না পেয়ে বঞ্চিত হচ্ছে ঠিকই, কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে একমাত্র বিসিসিআই।'
টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের যে দুই ব্যাটার অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন, সেই অ্যালেক্স হেলস ও জস বাটলার বিগ ব্যাশ লিগে খেলেন। তাঁদের এই অভিজ্ঞতাই এই প্রতিযোগিতায় কাজে লাগছে বলে মত বিশেজ্ঞদের। হেলস ও বাটলারের এই পারফরম্যান্সের পরেই বিভিন্ন মহল থেকে ভারতীয় ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি দেওয়ার দাবি উঠছে। এ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, 'এই সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। ঘরোয়া ক্রিকেটের মরসুমের মাঝপথে আমাদের ছেলেদের বিদেশে খেলতে পাঠালে রঞ্জি ট্রফি ক্ষতিগ্রস্ত হবে। তার ফলে টেস্ট ক্রিকেটেরও ক্ষতি হবে। টেস্ট ক্রিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটার ক্ষতি হতে দেওয়া যায় না। টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিতেই হবে। সেই কারণেই কীভাবে এই সমস্যার সমাধান করা যায়, সেটা নিয়ে ভাবতে হবে।'
আরও পড়ুন-
নিউজিল্যান্ড সফরে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম, ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণ
ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার হার, টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের
বাদ পড়তে পারেন অনেক সিনিয়রই, টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে আসতে চলছে বদল